ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনমের বিয়ে, সেজে উঠছে অনিল কাপুরের বাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ২৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

সময় বেশি নেই। হাতে মাত্র আর কয়েকটা দিন। ৮ মে আনন্দ আহুজার সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। তাই জোর কদমে চলেছ প্রস্তুতি।

জানা গেছে, সোনমের বিয়ের আসর বসছে তাঁর মা সুনীতা কাপুরের ঠাকুমার বাড়িতে। যেটি কিনা কিং খানের ‘মান্নত’-এর কাছে। বিয়ের আগে সঙ্গীত, মেহেন্দি অনুষ্ঠান হবে সোনম সম্প্রতি যে ডুপ্লেক্স কিনেছেন সেই বিল্ডিংয়ের ব্যাঙ্কোয়েট হলে। আর রিসেপশনের জন্য ভাড়া নেওয়া হয়েছে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেল।

মেয়ের বিয়ে উপলক্ষ্যে বাড়ি সাজানোর দেখভাল করছেন অনিল কাপুর পত্নী সুনীতা কাপুর নিজে। আলোয় সেজে উঠছে বাড়িটি। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে আলোয় সজ্জিত বাড়ির বেশ কিছু ছবি। ভাইরাল হয়েছে সেইসব ছবিগুলো।

এদিকে সোনমের বিয়ে উপলক্ষ্যে অনিল কাপুরের বাড়িতে অতিথিদের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি