ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মহাকাশের পথে প্রিয়াঙ্কা চোপড়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৯ এপ্রিল ২০১৮

বলিউডপাড়ায় বায়োপিকের রমরমা বাজার। খেলোয়াড় থেকে গণিতজ্ঞ, মহাকাশচারী কেউই বাদ নেই এই তালিকায়। রাকেশ শর্মা বায়োপিক নিয়ে ইতিমধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হওয়ার পর এবার নভশ্চর কল্পনা চাওলা বায়োপিকও নির্মান হচ্ছে বলিউডে। কিন্তু কল্পনা চাওলার চরিত্রে কোন অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে, তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে প্রকাশ্যে আসলো নায়িকার নাম।

মেরি কম-এর পর এবার কল্পনা চাওলার বায়োপিকে দেখা যাবে দেশী গার্ল খ্যাত প্রিয়াঙ্কা চোপড়াকে। যদিও এ খবরটি প্রিয়াঙ্কা এখনও জানান দেননি। তবে পরিচালক প্রিয়া মিশ্রের পক্ষ থেকে অফারটি যাওয়ার পর তিনি মন দিয়ে স্ক্রিপ্ট পড়ছেন তেমনটি শোনা গেছে।

প্রায় ৭ বছর ধরে কল্পনা চাওলা সংক্রান্ত সমস্ত তথ্য জোগাড় করে চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক। এই সিনেমার মাধ্যমে বলিউডে ডিরেক্টোরিয়্যাল ডেবিউ করতে চান প্রিয়া। সিনেমাতেতে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করবেন বলিউডের একঝাঁক অভিনেতারা। পিগি চপসে সম্মতি পেলেই শুরু হবে শ্যুটিং৷ সিনেমাটি মুক্তি পেতে পারে আগামী বছর।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি