ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মাহির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২৯ এপ্রিল ২০১৮

সিনেমার গানের শুটিংয়ের কথা বলে মিউজিক ভিডিও বানানোর অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে শুটিং শেষ না করেই ফ্লোর ছেড়ে চলে যান এই নায়িকা।

বর্তমানে মাহি ব্যস্ত রয়েছেন বেশ কিছু সিনেমার কাজ নিয়ে। এর মধ্যে অনন্য মামুনের ‘তুই শুধু আমার’ সিনেমার কাজও করছেন তিনি। এ সিনেমাতে তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার সোহম ও ওম।

এই সিনেমাতে কাজের জন্য মাহির শিডিউল নেন পরিচালক। সেই অনুযায়ী শনিবার এফডিসির ৭ নং ফ্লোরে শুটিং শুরু হয় এবং মাহিও অংশ নেন। কিন্তু মাহিয়া মাহি পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন এবং শুটিং শেষ না করেই চলে যান।

জানা গেছে, এই সিনেমার গানের শুটিংয়ের কথা বলে মাহির সিডিউল নেন পরিচালক। কিন্তু পরে দেখা যায় সিনেমার গানের কথা বলে মাহিকে দিয়ে মিউজিক ভিডিওর কাজ করানো শুরু করেছিলেন পরিচালক। বিষয়টি যখন মাহি বুঝতে পারেন তখনই সঙ্গে সঙ্গে শুটিংস্থল ত্যাগ করেন। পরে মাহি আর কাজটি করেননি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমাকে সিনেমার গানের শুটিংয়ের কথা বললে আমি সিডিউল দেই। প্রায় গানের অর্ধেক কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি এটা সিনেমার গান নয়। আমাকে দিয়ে মিউজিক ভিডিও বানানো হচ্ছে। এরপর আর কাজটি করিনি।’

তিনি আরও বলেন, ‘পরিচালকের এমন মিথ্যাচার আমার খারাপ লেগেছে। তিনি অন্যায় করেছেন।’

পরিচালক অনন্য মামুন এ বিষয়ে বলেন, ‘পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি। মাহির সঙ্গে আমি কথা বলব এই নিয়ে। সবকিছু মিটে যাবে শিগগিরই।’

তবে গানটির প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, ‘অনন্য মামুনের সঙ্গে গানের মিউজিক ভিডিওর কথা হয়। সে আমাকে বলে এটা মাহিকে দিয়ে শুট করাবে। এরকম ঝামেলা হবে আশা করিনি। নাহলে আমি নিজেই মাহির সঙ্গে কথা বলতাম।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি