ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ঘুমের মধ্যে প্রেমিকই আমাকে ধর্ষণ করে : অভিনেত্রী অ্যামি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২৯ এপ্রিল ২০১৮

‘আমি ঘুমাচ্ছিলাম। ওই সময় একজন আমাকে ধর্ষণ করে। এতে আমি কুমারিত্ব হারাই।` যে ধর্ষণ করেছিল, সে ছিল আমারই প্রেমিক।’
এভাবেই ধর্ষিত হওয়ার দুঃসহ যন্ত্রণার কথা জানালেন অভিনেত্রী অ্যামি শুমার। তখন তার বয়স ছিল ১৭ বছর।
যৌন নিপীড়নবিরোধী বহুল আলোচিত প্রচারণা #MeToo-এ অংশ নিয়ে নিজের জীবনের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন ট্রেনরেক তারকা অ্যামি।
মার্কিন উপস্থাপক অপরা উইনফ্রেকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রেমিকের ধর্ষণের ঘটনা জানালেও তার নাম বলেননি অ্যামি।
তবে তিনি বলেন, ‘ওই ঘটনার পর ধর্ষক খুবই অনুশোচনা করেছিল। কিন্তু সে আমার সাবেক প্রেমিক, তাই তাকে ক্ষমা করে দিয়েছি। ’
তবে সাবেক প্রেমিককে ক্ষমা করলেও তা এখনও ভুলে যাননি অ্যামি শুমার। তিনি বলেন, ‘ওই ঘটনায় আমার খুব খারাপ লেগেছিল। আজও ভুলিনি। ’
হলিউডের #metoo ক্যাম্পেইনের উদ্যোগে অধিকাংশ নায়িকারা নানান প্রযোজক, পরিচালকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ এনেছেন৷  সম্প্রতি অপরাহ উইনফ্রের একটি টক শোতে এসে ধর্ষণের ঘটনা খোলসা করেন এমি৷ নায়িকা জানান, তিনি এবং তাঁর বয়ফ্রেন্ড একই বাড়িতে ছিলেন৷ তিনি ঘুমচ্ছিলেন৷ ঘুমন্ত অবস্থার সত্ত্বেও এমির বয়ফ্রেন্ড তাঁকে রেপ করে৷ আর এইভাবেই তিনি তাঁর ভার্জিনিটি হারান৷
একইসঙ্গে তিনি আরও বলেছেন, “বেসিকলি আমরা সেক্স লাইফে ছিলাম না৷ সাধারণত যেকোন কাপেল প্ল্যান করেই এগোয়৷ আমরা দু’জনে তখন কিছু প্ল্যানও করিনি৷ ও হঠাৎ করে আমার ঘুমের মধ্যেই এরম করে বসল৷ আমার যখন ঘুম ভাঙে আমি তখন ভীষণই রেগে, খুব আঘাত পেয়েছিলাম৷ কখনও ভাবিনি যে যাকে আমি এত বিশ্বাস করি সে কখনও এরম করবে আমার সঙ্গে৷ ও তথন বেশ ঘাবড়ে গিয়েছিলাম৷”

যদিও সম্পূর্ণ বিষয়ের জন্য নিজের প্রেমিকাকে পুরোপুরি কাঠগড়ায় তোলেননি অভিনেত্রী এমি। তাঁর কথায়, ও ভেবেছিল ঘুমের মধ্যে থাকলেও আমি জানি, বুঝেছি৷ ও আমার রাগ কমাবার চেষ্টা করছিল৷ কিন্তু এটা এমনই একটা ঘটনা যা আমি কখনও ভুলতে পারব না শতচেষ্টা করলেও৷ আমি তো ওকে কোনো অনুমতি দিইনি৷ আমায় ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করা হয়েছে৷ এই পদ্ধতিতেই আমি আমার কুমারীত্ব খুইয়ে বসি৷

এমি গোটা বিষয়টিকে ‘গ্রে এরিয়া রেপ’র সঙ্গে তুলনা করেছেন৷ ঘটনাটি তাঁর কাছে বিশ্বাসঘাতকতার মতো৷

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি