ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এক স্টার কিডের জন্য কাজ হারান সুরভিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২৯ এপ্রিল ২০১৮

বলিউডে নেপোটিজম বা স্টার কিডদের নিয়ে সব সময়েই চর্চা হয়ে থাকে। আর এবার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুরভিন চাওলা। একটি সিনোমতে এক তারকা সন্তানের জন্য তিনি কাজ হারিয়ে ছিলেন বলে জানালেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে একথা নিয়ে মুখ খুলেছেন সুরভিন।

সুরভিন বলেন, আমাদের দেশে সুযোগ তৈরির করার সম্ভাবনাটাই কমে যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে এমন কিছু ব্য়ক্তি রয়েছেন যাঁরা কেবল গুটি কয়েকজনের সঙ্গেই কাজ করেত চান।

তিনি আরও বলেন, একবার এক স্টার কিডের জন্য তিনি অভিনয়ের সুযোগ পাননি। সেই ঘটনা তাঁকে খুবই আহত করে।

শুধু তাই নয়, সুরভিনের দাবি, কাজ হারিয়ে তিনি বেশ বিমর্ষ ও হতাশ হয়ে পড়েন। এই ঘটনাটি ৬ বছর আগে হয়েছে বলে জানান সুরভিন। কাজ হারানোর সেই ঘটনা যদিও কোনও প্রবাব ফেলতে পারেনি সুরভিনের মনে। দাপটের সঙ্গে তিনি নিয়েছেন একের পর এক ঝুঁকি। নিজের ক্যারিয়ারের সেরা সময়ে ছেড়ে দিয়েছিলেন টিভি। পরবর্তীকালে আবারও ফিরে পেয়েছেন নিজের হারানো আত্মবিশ্বাস।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি