ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দেশে ফিরে অভিনয়ে মোনালিসা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২২, ২৯ এপ্রিল ২০১৮

মোজেজা আশরাফ মোনালিসা। দেশের জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী অভিনেত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন তিনি। কিছুদিন হল দেশে এসেছেন। থাকবেন বেশ কিছুদিন। এবারে ঈদ করবেন দেশেই। তিন মাস থাকবেন তিনি। এ সময়ে পরিবারকে সময় দেবেন অভিনেত্রী। সেই সঙ্গে মিডিয়ায় কিছু কাজ করারও ইচ্ছা আছে তার। এরই মধ্যে অনেকগুলো কাজের প্রস্তাবও পেয়েছেন। সেখান থেকে বাছাই করে কিছু কাজ শুরু করেছেন।

এ বিষয়ে মোনালিসা বলেন, ‘অভিনয় আমার রক্তের সঙ্গে মিশে আছে। তাই কখনও সমস্যা হয়নি। আমি যেহেতু আর্টিস্ট, তাই মাঝে মধ্যে মনে হয় বুড়ো হলেও অভিনয় করতে পারব। কিছু টেকনিক্যাল বিষয়ে পরিবর্তন দেখতে পাই। তবে সেটা ম্যানেজ করে নেয়া যায়।’

দেশের নাটক নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের মাঝে একটা অস্থিরতা কাজ করছে। তাড়াহুড়াটা একটু বেশি। নাটকে বাজেটেরও সমস্যা রয়েছে। এর মধ্যেই ভালো নাটকও হচ্ছে। তবে আমাদের পরিচালক, শিল্পী কলাকুশলীদের আরও যত্নবান হতে হবে। আগে চিত্রনাট্য বাসায় পাঠানো হতো। এখন চিত্রনাট্যের সারমর্ম বলা হয় শুধু। অভিনয় শুরু করার আগে প্রস্তুতি নেয়ার জন্য অনেক সময় ছিল। এখন সেটা দেখতে পাই না। এর মধ্যেই সবাই কাজ করছে।’

আমেরিকার ব্যস্ততা নিয়ে মোনালিসা বলেন, ‘দেশের বাইরে সবাই ব্যস্ত সময় পার করেন। দেশে থাকতে যেমন ব্যস্ত ছিলাম, তেমনি আমেরিকায়ও ব্যস্ত থাকি। কাজের বাইরে নিজেকে সময় দিই। সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হই। নিউইয়র্কে রিচি আপু (অভিনেত্রী), রোমানা আপুর (অভিনেত্রী) সঙ্গে দেখা হয়। আমরা আড্ডা দিই। ঘুরতে যাই বিভিন্ন জায়গায়। তবে দেশের কথা খুব মনে পড়ে।’

আমেরিকায় একটি ফরাসি ব্র্যান্ড সেফোরার মতো ভালো একটা প্রতিষ্ঠানে বিউটি অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন মোনালিসা। কাজের অভিজ্ঞতা খুব ভালো। এছাড়া ম্যাকের সিনিয়র মেকাপ আর্টিস্টও ছিলেন তিনি। সেখানে একজন মেকাপ আর্টিস্টের সম্মান অনেক বেশি জানালেন তিনি। এ ছাড়া টাইম টেলিভিশনে অনুষ্ঠানপ্রধান ও পরিচালক হিসেবে কাজ করেছেন ছোট পর্দার এই অভিনেত্রী।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি