ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিমের জেল্লায় গায়েল জিৎ! (ভিডিও)  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৩, ২৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ০০:০৬, ৩০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মিমের প্রসংশায় পঞ্চমুখ কলকাতার অভিনেতা জিৎ। গানে গানে তার রুপের প্রসংশা করে জিৎ বলে ওঠেন ‘মাশাল্লাহ’। ওপারের জিৎ আর এপারের বিদ্যা সিনহা মিম জুটির নতুন ছবি ‘সুলতান দ্য সেভিয়র’-এর প্রথম গান এসেছে ইউটিউবে।    

আর সেখানে এভাবেই মিমের প্রশংসায় মেতে উঠেছেন জিৎ-‘দিন দুপুরে মনের ঘরে ডাকাত পড়েছে, তোর সিল্কি চুলে বিউটিফুল এক নেশা ধরেছে, মাশা আল্লাহ তোর জেল্লা আমায় ঘায়েল করেছে,।

গানটির কথা লিখেছেন ছবির পরিচালক রাজ চন্দ। গানে কণ্ঠ দিয়েছেন দেব নিগি ও আকৃতি কাক্কর। আর সংগীতায়োজনে আছেন স্যাভি।

মিম বললেন, ‌‘আগামী ঈদকে ঘিরে ছবিটি মুক্তি দেওয়া হবে। আর এটিই ছবির প্রথম গান।’

ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিম ও জিৎ। এছাড়া আরও রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত খলনায়ক তাসকীন রহমান, ‘ঝুম’ গানের মডেল আশফাক রানা। তারা দুজনেই এতে খলচরিত্রে অভিনয় করেছেন।

আরও অভিনয় করেছেন বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, আমান রেজা ও কলকাতার প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস।   

এসি      

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি