ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সুইজারল্যান্ডে রণবীর সিংয়ের নামে ট্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৩০ এপ্রিল ২০১৮

‘পদ্মাবতে’ খলজির ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন রণবীর সিং। সমসাময়িক অভিনেতাদের ছাড়িয়ে অনেকটা উপরে উঠে গিয়েছেন এই কর্মচঞ্চল তারকা। তাঁর মুকুটে এবার জুড়ল নতুন পালক। ভারতীয় তারকার নামে আস্ত একটা ট্রেনের নামকরণ করল সুইজারল্যান্ড সরকার।
সুইজারল্যান্ডের নৈস্বর্গিক দৃশ্য সেলুলয়েডে দেখিয়েছিলেন যশ চোপড়া। সে দেশে রয়েছে যশ চোপড়ার একটি মূর্তিও। সেই যশের প্রযোজনায় ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমাতে অভিষেক হয়েছিল রণবীর সিংয়ের। ‘আলাউদ্দিন খলজি’র অন্যতম পছন্দের জায়গা সুইজারল্যান্ড। এই প্রথম কোনও ভারতীয় অভিনেতার নামে সুইজারল্যান্ডের ট্রেনের নামকরণ করা হল। নাম দেওয়া হয়েছে ‘Ranveer on Tour’। ট্রেনে চড়তে পারবেন পর্যটকরা আল্পসের প্রসিদ্ধ গোল্ডেন লাইনে চলবে এই ট্রেন।

আজ ৩০ এপ্রিল যাত্রা শুরু করবে ‘রণবীর অন ট্যুর’। এদিকে সম্প্রতি সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে একাধিক ছবি পোস্ট করেছিলেন রণবীর।

সূত্র : জি নিউজ

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি