ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মাছের সঙ্গে ভিডিও তুলে তোপের মুখে শিল্পা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ৩০ এপ্রিল ২০১৮

মাছের সঙ্গে ভিডিও তুলে ভাইরাল হলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। পাশাপাশি ‘পিটা’-রোষের মুখেও পড়লেন তিনি। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি মালদ্বীপে স্বামী রাজ কুন্দ্রা এবং ছেলে ভিভানের সঙ্গে ছুটি কাটাতে যান এই অভিনেত্রী। সেখানে সমুদ্র থেকে মাছ ধরার সরঞ্জাম দিয়ে একটি মাছ তুলে সেটি ভিডিও করেন। এরপর সেটি আবার সমুদ্রে ছেড়েও দেন তিনি।

ভিডিওটি আপলোড হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে কমেন্টে ভরে যায় কমেন্ট বক্স। যেখানে এক ভক্ত লেখেন, ‘যদি আপনি মাছটি খেতে চাইতেন সেটা খেতে পারতেন কিন্তু ওই ধারালো সরঞ্জাম দিয়ে মাছটি ধরে এতক্ষন ভিডিও করলেন। এতে তো মাছটিকে যন্ত্রনা দেওয়া হল। প্রানীটিকে যন্ত্রনা দিয়ে আপনি কি মজা পেলেন?’

অন্যদিকে পিটা-এর কতৃপক্ষ তাঁকে উদ্দেশ্য করে লেখেন, ‘আপনি যেটা করেছেন সেটা গ্রহণযোগ্য নয়। একটি ধারালো হুক দিয়ে একটা প্রানীকে আহত করতে পারেন না। তার ওপর আপনি পেটা-র সদস্য।’

যদিও তাঁকে নিয়ে বিরূপ মন্তব্য হওয়ার পাশাপাশি তাঁর সপক্ষেও এসেছেন অনেকে। একজন কমেন্ট করে জানান, ‘এটা ঠিক না, সেলিব্রিটি বলে ফিসিং করতে পারবেন না এটা তো কোন কথা নয়। ফিসিং পৃথিবীর সকলেই করতে পারে।’

বিষয়টি নিয়ে শিল্পা কিন্তু চুপ ছিলেন না। তবে কাউকে ব্যক্তিগত আক্রমনও করেননি তিনি। হালকা মেজাজে তিনি পোস্টে কমেন্ট করে জানান, ‘ডিয়ার ইনস্টাফ্রেন্ডস, আমি ব্যক্তিগতভাবে নিরামিষভোজী নই। কিন্তু আমি ওই মাছটাকে ছেড়ে দিয়েছি এবং সে সুস্থ আছে।’

যদিও এরকম ঘটনা নতুন নয়। এর আগেও দুবাইতে একটি চিড়িয়াখানায় গিয়ে শিম্পাঞ্জিকে নিয়ে মুখ বিকৃতি করে ছবি তোলার জন্য ট্রোলড হয়েছিলেন তিনি। সেসময় তিনি কিছু না বললেও এবার তিনি মুখ খুললেন।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি