ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এক সপ্তাহে অ্যাভেঞ্জারের আয় ৫১৬৬ কোটি টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৩০ এপ্রিল ২০১৮

মুক্তির মাত্র এক সপ্তাহেই ‘অ্যাভেঞ্জার: ইনফিনিটির’ বৈশ্বিক আয় ৬৩০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা বংলাদেশি টাকায় ৫ হাজার ১৬৬ কোটি রুপি। এটি আয়ের দিক থেকে হলিউডের সর্বকালের সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এর আগে ২০১৭ সালে ফিউরাস চলচ্চিত্রটি বিশ্বজুড়ে ৫৪২ মিলিয়ন ডলার আয় করে।

চলচ্চিত্রটির গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। জানা গেছে, গত সপ্তাহে ছবিটি বিশ্বের প্রায় সব কটি দেশেই মুক্তি দেওয়া হয়েছে। তবে একমাত্র রাষ্ট্র চীনে এখনো চলচ্চিত্রটির মুক্তি দেওয়া হয়নি। শুধু যুক্তরাষ্ট্রে-ই চলচ্চিত্রটি আয় করেছে ২৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় ২ হাজার ৫০ কোটি টাকা। আজ সোমবার প্রাতিষ্ঠানিকভাবে চলচ্চিত্রটির আয়ের হিসাব প্রকাশ করবে কর্তৃপক্ষ।

অ্যাভেঞ্জার: ইনফিনিটি ওয়ার চলচ্চিত্রটি দুই সহোদর- জু এবং অ্যান্থনিও পরিচালনা করেছেন। চলচ্চিত্রটি নির্মাণে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানা গেছে। চলচ্চিত্রটিতে ভিলেন চরিত্র থাউন্সের সঙ্গে যোদ্ধাদের যুদ্ধ হয়।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জনসন, বেনেডিক্ট কামবারবেচ, ছদিক বসম্যান এবং চ্যারিস প্রেটি। আগামী ২০১৯ সালের মে মাসে অ্যাভেঞ্জার শেষ সিকোয়ান্সটি মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আইরন ম্যান মুভিটি মুক্তির ১০ বছর পর, অ্যাভেঞ্জার মুভিটি মুক্তি পায়।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি