ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘কেউই নতুন মুখ নিয়ে ঝুঁকি নিতে চায় না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ৩০ এপ্রিল ২০১৮

দেবযানী চট্টোপাধ্যায়। ধারাবাহিকের প্রচণ্ড কাজের চাপে ব্যস্ত তিনি। এরই মধ্যে হঠাৎ ছুটি পেয়েছেন। সেই ছুটিতেই বসে গেলেন আড্ডা দিতে। অভিনয়ের হাতেখড়ি নাটক দিয়ে। বন্ধুরা মিলে তৈরি করেন ‘ঢাকুরিয়া ঐকান্তিক’ছোট পর্দায় প্রথম কাজ ‘পুলিশ ফাইল’। ‘ভরতদা (কল) ডেকেছিলেন ধারাবাহিক ‘লজ্জা’জন্য। সেখানে শুটিংয়ের সময়েই দেবীদাস ভট্টাচার্যের ‘প্রতীক্ষা, একটু ভালবাসা’ করার সুযোগ আসে। ‘লজ্জা’আগে সম্প্রচার হয় ‘প্রতীক্ষা...’ সেই শুরু, এখনও চলছে।’

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে তার এক সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। যা পাঠকদের সামনে তুলে ধলা হলো :

প্রশ্ন : দেবযানী কি তা হলে গিনিতে ঢাকা পড়ে গিয়েছেন?

: ‘গিনি চরিত্রটা মাইলস্টোন। কয়েক দিন আগে ‘অদ্য শেষ রজনী’ নাটক করতে দিল্লির থিয়েটার উৎসবে গিয়েছিলাম। শো শেষে দেখি আমার সঙ্গে ছবি তোলার জন্য অনেকে দাঁড়িয়ে। থিয়েটার-প্রিয় বাঙালি দর্শক সেখানে গিনির জন্য এতটা উৎসাহ দেখাবেন, আশা করিনি। গিনির মতো এত জনপ্রিয়তা আগে পাইনি।’

প্রশ্ন : চরিত্রটা করতে গিয়ে কি গয়নার প্রতি প্রেম বেড়েছে?

: ‘ওরে বাবা, একদম নয়। এত গয়না পরেছি যে, গয়না দেখলেই ভয় হতো।’

প্রশ্ন : একঘেয়ে লাগে না?

: ‘এখন লাগে। যখন অভিনয় শুরু করেছিলাম, কত ধরনের কাজ হতো। সেগুলো অভিনয় শিখতে সাহায্য করেছে। এখন অভিনয়ের পরিসরটা ছোট হয়ে আসছে।’

প্রশ্ন : বড় পর্দায় বিভিন্ন চরিত্র করার সুযোগ আছে। কিন্তু ‘দুর্গা সহায়’ ছাড়া সিনেমায় আপনাকে মনে পড়ছে না। কেন?

: ‘এটা অদ্ভুত। মজারও। অনেকেই বলেন, ‘তুই ছোট পর্দার জন্য না।’ অথচ তাঁরাই আমাকে নিজেদের সিনেমাতে ভাবতে পারছেন না। এখন বাংলা সিনেমায় একই মুখ ঘুরে ফিরে দেখা যায়। পরিচালক-প্রযোজক কমফর্ট জ়োন থেকে বেরোতে চান না। নতুন মুখ নিয়ে কাজ করার ঝুঁকি নিতে চান না। এটা ইন্ডাস্ট্রির কূপমণ্ডূকতাই বলব।’

প্রশ্ন : এ বার তো প্রযোজনাও করছেন!

: ‘আমি ও আমার স্বামী অরিজিতের স্বপ্নের সন্তান ‘গোল্ডেন আই’। ‘ধারাস্নান’ আমাদের প্রথম প্রযোজিত ছবি। আমরা নতুন শিল্পী নিয়েছি। কাঞ্চন মল্লিক অন্য রকম চরিত্রে অভিনয় করেছেন। ঝুঁকি নিতে ভয় পাইনি।’

প্রশ্ন : সংসার করার সময় পান?

: ‘আমি একেবারেই সংসারী নই। পরিচালকরাই আমার বাড়ি সামলান।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি