ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গিনেস বুকে প্রসেনজিৎ-ঋতুপর্ণা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ৩০ এপ্রিল ২০১৮

সিনেমায় জুটি প্রথা অনেক আগে থেকেই চলে আসছে। সব ইন্ডাস্ট্রিতেই দর্শক এই জুটি প্রথা দেখেছে। এরআগে একসঙ্গে অভিনয় করে বক্স অফিসের অনেক রেকর্ডই ভেঙেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত। এই জুটির সর্বশেষ সিনেমা ‘দৃষ্টিকোণ’। যা মুক্তি পেয়েছে ২৭ এপ্রিল। কৌশিক গাঙ্গুলির সিনেমাটি ব্যবসাও করছে দারুণ। এই সাফল্য দেখে অনেক পরিচালক ভাবছেন তাদের নিয়ে নির্মাণ করবেন ৫০তম সিনেমা। আর নাম লেখাবেন গিনেস বুকে।

ঋতুপর্ণার সঙ্গে জুটি নিয়ে প্রসেনজিৎ বলেন, ‘শুনেছি যে আমাদের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠানো হবে। যদি স্বীকৃতি মেলে তাহলে সেটা হবে দারুণ ব্যাপার।’

একই রকম উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঋতুপর্ণাও।

ক্যারিয়ারের শুরু থেকেই সময়ের সবচেয়ে সফল জুটি ছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। এ রেকর্ড তাই হতে পারত আরও আগেই। কিন্তু ২০০২ সালের পর নানা কারণে একসঙ্গে কাজ করতে রাজি হননি তাঁরা। ২০১৬ সালে ১৪ বছর পর জুটি হয়ে ফিরেই বাজিমাত করেছিলেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘প্রাক্তন’ অনেক পুরস্কার জেতার পাশাপাশি পেয়েছিল ব্যাপক ব্যাবসায়িক সাফল্যও।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি