ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্রসেনজিৎ-ঋতুপর্ণার চেয়ে এগিয়ে শাকিব-অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৭, ৩০ এপ্রিল ২০১৮

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত। একটি সফল ও জনপ্রিয় জুটি। টালিউডের সেরা জুটি। এক কথায় সেখানকার রেকর্ড জুটি। টালিউডে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৯টি চলচ্চিত্র করেছেন এক সঙ্গে। আর জন্য নাকি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির নাম গিনেস বুক অব রেকর্ডসে তোলার প্রস্তাব করা হচ্ছে। কিন্তু তারা ছাড়াও যে জুটি হিসেবে এর চেয়ে অনেক বেশি সিনেমা করার নজির রয়েছে তা হয়তো তাদের অজানা। সে ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম সফল জুটি শাকিব খান অপু বিশ্বাস তাদের চেয়ে অনেক এগিয়ে। এই জুটি এক সঙ্গে অভিনয় করেছেন ৭০টিরও বেশি চলচ্চিত্রে।

কিছুদিন আগে একটি এফএম রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে জুটি বেঁধে ৭২টি সিনেমা করার কথা বলেছিলেন অপু বিশ্বাস।

২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ দিয়ে শুরু হয় শাকিব-অপু জুটির যাত্রা। এরপর একে একে তাঁরা উপহার দিয়েছেন ‘হিরো দ্য সুপারস্টার’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘লাভ ম্যারেজ’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মনেপ্রাণে আছ তুমি’, ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘মাই নেম ইজ খান’, ‘হিটম্যান’, ‘রাজা বাবু’র মতো ব্যবসাসফল চলচ্চিত্র। ২০১৭ সালে তাঁদের অভিনীত সর্বশেষ সিনেমা ‘রাজনীতি’ মুক্তি পায়। ব্যক্তিগত ঝামেলার কারণে ‘বসগিরি’, ‘শ্যুটার’-এর মতো চুক্তিবদ্ধ হওয়া সিনেমা ছেড়ে দিয়েছিলেন অপু। তা না হলে আরও অনেক বেশি সিনেমার তালিকা তাদের ঝুলিতে আসতো।

২০১৫ সালের পর শাকিবের সঙ্গে আর কোনো সিনেমাতে নতুন করে চুক্তিবদ্ধ হননি অপু। তবে হিসেব অনুযায়ী শাকিব-অপু জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণার চেয়ে অনেক এগিয়ে আছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি