ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমপত্র পেয়ে কি করলেন প্রিয়া?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৩০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

‘ওরু আদর লাভ’ নামে মালায়ালাম সিনেমার একটি গানে প্রিয়ার ‘তিখি নজর, কাতিল আদায়েঁ’ ঘায়েল করেছিল নেটিজেনদের। তারপর থেকেই ইন্টারনেটে নতুন সেনসেশন দক্ষিণী এই অভিনেত্রী। মাঝে মধ্যেই প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের নানান ভিডিও ভাইরাল হয়েছে। এবার ভাইরাল প্রিয়া প্রকাশকে দেওয়া তাঁর সহ অভিনেতা রোশন আব্দুল রউফের প্রেমপত্র।
ভাইরাল হওয়া ভিডিওটিও ‘ওরু আদর লাভ’ সিনেমারই একটি দৃশ্য। যাতে দেখা যাচ্ছে ছোট্ট এক বাচ্চার হত দিয়ে প্রিয়াকে প্রেমপত্র পাঠাচ্ছেন তাঁর সহ অভিনেতা রোশন আব্দুল রউফ। আর সেই প্রেমপত্র পেয়ে হাসিতে লুটিয়ে পড়ছেন প্রিয়া।  
এর আগে সহ অভিনেতা রোশন আব্দুলের সঙ্গে প্রিয়ার হলি খেলার এবং ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরের সঙ্গেও একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

প্রসঙ্গত, প্রিয়া প্রকাশের বাড়ি কেরলের ত্রিশূর শহরে। সে একজন কলেজ ছাত্রী। অভিনয়ের পাশাপাশি গান ও নাচেও সমান পারদর্শী প্রিয়া।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি