ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আলমগীর পাচ্ছেন লাইফ টাইম অ্যাওয়ার্ড    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৪, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৩১, ৩০ এপ্রিল ২০১৮

দেশের জনপ্রিয় চিত্র-অভিনেতা আলমগীর লাইফ টাইম অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স কর্তৃক চালু হওয়া প্রয়াত সুপারস্টার নায়ক রাজ রাজ্জাকের নামে এই অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি। ১ মে সন্ধায় কলকাতার এক পাঁচতারকা হোটেলে আলমগীরের হাতে তুলে দেওয়া হবে এই অ্যাওয়ার্ড।   

অভিনেতা আলমগীর নায়ক রাজ-রাজ্জাকের নামের লাইফ টাইম অ্যাওয়ার্ডটি গ্রহণ করতে এখন তিনি কলকাতায় রয়েছেন।  

যতদিন বাংলা চলচ্চিত্র বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে নায়ক রাজ রাজ্জাকের কর্ম-অভিনয় এ কথা উল্লেখ করে আয়োজক সংস্থার সম্পাদক বিপ্লব চক্রবর্তী গণমাধ্যমকে জানান, `নায়ক রাজ রাজ্জাক বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। তিনি বেঁচে নেই ঠিক কিন্তু তার কর্ম-অভিনয় বেঁচে থাকবে হাজার বছর, যতদিন বাংলা চলচ্চিত্র বেঁচে থাকবে। তাই আমরা এই বছর প্রয়াত রাজ্জাকের নামে প্রবর্তিত লাইফ টাইম অ্যাওয়ার্ড বাংলাদেশের আরেক শক্তিশালী অভিনেতা আলমগীরের হাতে তুলে দিচ্ছি। 

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কর্মাস বিগত তিন বছর ধরে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ক্যাটাগরিতে এই ধরণের সম্মাননা দিয়ে আসছে।

এমএইচিএসি/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি