ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘দহন’ নিয়ে বড় পর্দায় বাঁধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ৩০ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘দহন’ দিয়ে বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন দেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আজমেই হক বাঁধন।সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো এক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়াও ‘দহন’ ছবির মহরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান, চিত্রনায়ক ওমর সানী, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ও পরিবেশক ইফতেখার উদ্দিন নওশাদ।

ছবির জন্য প্রস্তুতির বর্ননা দিয়ে বাঁধন বলেন, ‘দহন’ ছবির গল্প এবং স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করেছে। ছয় মাস ধরে ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছি। ১৬ কেজি ওজন কমিয়েছি। আরও ৫ কেজি কমানোর চেষ্টা করছি।

এ সময় সবার কাছে শুভকামনা করেন তিনি।

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি