ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ছোট পর্দায় আসছেন প্রসেনজিৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ১ মে ২০১৮

ফের ছোটপর্দার দর্শকদের সামনে আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাও আবার টেলিভিশনের এক জনপ্রিয় রিয়েলিটি শো-তে৷ সেখানে আবার বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে।

তবে পুরো সময় জুড়ে নয়৷ আসলে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’ সিজন ১০-এর একটি এপিসোডে অতিথি বিচারক হিসাবে দেখা যাবে তাকে।

প্রধানত তার সদ্যমুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দৃষ্টিকোন’-এর প্রচারণার জন্যই তিনি আসছেন এই রিয়েলিটি শো-তে৷ ইতিমধ্যে এপিসোডটি শ্যুট হয়ে গেছে৷ খুব শিগগিরি সম্প্রচার করা হবে।

শোটিতে শ্যুটিংয়ের সময় খুদে প্রতিযোগিদের সঙ্গে খোসমেজাজেই দেখা গেল এই অভিনেতাকে৷ পাশাপাশি ডান্স সংক্রান্ত বিভিন্ন টিপসও দেন তিনি৷

চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে ‘দৃষ্টিকোন’৷ তবুও প্রমোশন চালিয়ে যাচ্ছে সিনেমার গোটা টিম৷ মুক্তির পর একসপ্তাহ না কাটলেও এখনও পর্যন্ত ভালোই ব্যবসা করছে ছবিটি।

ছবিটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় সহ অনেকে৷

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি