ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আনুশকা শর্মার জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ১ মে ২০১৮ | আপডেট: ১৬:৫২, ১ মে ২০১৮

বলিউডের সুপারস্টার নায়িকা আনুশকা শর্মার জন্মদিন আজ। আনুশকার স্বামী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলী। ৩০ পেরিয়ে আজ ৩১-এ পা রাখলেন এই সুপারস্টার। ১৯৮৮ সালে ভারতের অযোধ্যায় জন্ম নেন এই অ্যাক্টিং-ট্যালেন্ট।

জন্মদিনের এই‌ সময়ে স্বামী বিরাটের সঙ্গে কাটাচ্ছেন তিনি। বিরাট এখন আইপিএল নিয়ে ব্যস্ত। এরই মাঝে প্রিয়তমা স্ত্রীকে তার বার্থ ডে সেলিব্রেশনে সময় দিলেন তিনি।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে বিরাট লিখলেন, শুভ জন্মদিন, আমার ভালোবাসা। আমার জন্য যথার্থ তুমি, আমার দেখা সবচেয়ে ভালো মানুষ। ভালোবাসি তোমায়।

২০০৮ সালে আদিত্য চোপড়ার রোমান্টিক ড্রামা `রব নে বানা দি জোড়ি`র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আনুশকা। ছবিটিতে তার বিপরীতে ছিলেন বলিউড কিং খান শাহরুখ। অনেক পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর আপকামিং প্রজেক্টগুলোর মধ্যে আছে শাহরুখের সাথে `জিরো` এবং বরুণ ধাওয়ানের বিপরীতে `সুই ধাগা`।

 টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি