ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

প্রিয়তমার জন্মদিন পালন করলেন কোহেলি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১ মে ২০১৮ | আপডেট: ১৬:৫২, ১ মে ২০১৮

আজ ১ মে নিজের ৩০ বছরের জন্মদিন সেলিব্রেট করছেন আনুশকা শর্মা। বিয়ের পর এটাই আনুশকার প্রথম জন্মদিন পালন। এই মুহূর্তে বিরুশকা যে অন্যতম জনপ্রিয় দম্পতি, তা আর বলার অপেক্ষা রাখে না। আর স্ত্রীর জন্মদিনে বিরাট সেলিব্রেট করবেন না তা কখনও হয়, উঁহু।

কেক কেটে আনুশকার জন্মদিন পালন করলেন বিরাট কোহলি। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্টও করেছেন বিরাট। ক্যাপশনে যা লিখেছেন, তার বাংলা করলে দাঁড়ায় `শুভ জন্মদিন প্রিয়তমা, আমার জীবনের অন্যতম সৎ ও ইতিবাচক মানসিকতার মানুষ, ভালোবাসা রইল।`

গত ডিসেম্বরে ইতালির টাস্কানিতে রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরাট কোহলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আনুশকা শর্মা। আর আপাতত আনুশকা ব্যস্ত তাঁর আগামী ছবি `সুই ধাগা- মেড ইন ইন্ডিয়া`র শ্যুটিংয়ে।

শ্যুটিংয়ে ব্যস্ত থাকার জন্য জন্মদিনে কিছুটা সময় স্বামি বিরাটের সঙ্গে কাটিয়ে ফের নয়া দিল্লিতে উড়ে গেছেন আনুশকা। সূত্র-জিনিউজ, টুইটার

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি