ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মেহেদিতে হাত রাঙাবেন পরী   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১ মে ২০১৮ | আপডেট: ২০:৩২, ১ মে ২০১৮

মেহেদিতে হাত রাঙাবেন সময়ের আলোচিত অভিনেত্রী পরীমণি। তবে এটি কোনো বিয়ে বা জন্ম দিনের কোনো অনুষ্ঠানে নয়, তিনি হাত রাঙাবেন মেহেদির বিজ্ঞাপনে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এর আগে লাস্যময়ী এ নায়িকা একটি মেহেদির বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। আবারও তাকে সেই কোম্পানির বিজ্ঞাপনে দেখা যাবে। এর শুটিং হবে কলকাতার একটি স্টুডিওতে।

বিজ্ঞাপন চিত্রটি পরিচালনা করবেন সৈনিক মিত্র। এর আগের বিজ্ঞাপনটিও তিনি পরিচালনা করেছিলেন। তাই এর শুটিং এ অংশ নিতে সোমবার কলকাতা গেছেন পরীমণি।

জানা যায়, বুধবার থেকে বিজ্ঞাপন চিত্রটির শুটিং শুরু হবে। কাজ শেষ করে সপ্তাহখানেক পরেই দেশে ফেরার কথা রয়েছে পরীমণির।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি