ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ধর্ষণের দায়ে স্বামীকে গৃহছাড়া করলেন সোফিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ২ মে ২০১৮ | আপডেট: ০৯:০৯, ২ মে ২০১৮

Ekushey Television Ltd.

কন্ট্রোভার্সিতে প্রায়ই নাম জড়ায় এক্স বিগ বস প্রতিযোগী সোফিয়া হায়াতের। কখনও বেফাঁস মন্তব্যের কারণে, কখনও স্বামীর সঙ্গে অন্তরঙ্গতার ভিডিও সোশ্যাল সাইটে আপলোড করে শিরোনামে উঠে এসেছেন এই মডেল-অভিনেত্রী সোফিয়ার।
সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্ট ঘিরে জল্পনা ওঠে তুঙ্গে। সকলের কৌতূহল রীতিমতো বাড়তে শুরু করে সেই পোস্ট নিয়ে। যেখানে তিনি তাঁর স্বামী ভ্লাদ স্ট্যানসিউকে মিথ্যুক, প্রতারক বলে চিহ্নিত করেছেন। যদিও পোস্টটির পর বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বিস্তারিতভাবে জানান ভ্লাদকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণ।
ভ্লাদ স্ট্যানসিউ বিয়ের আগে সোফিয়াকে জানিয়েছিলেন যে তিনি একজন ইন্টিরিয়র ডিজাইনার, যা সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়েছেন অভিনেত্রী। এই সমস্যার সূত্রপাত হয় কয়েক মাস আগে। ভ্লাদের কিছু আচার-আচরণে খটকা লাগে তাঁর৷ স্বামীকে তাঁর পার্স থেকে টাকা এবং গয়না চুরি করতে ধরে ফেলেন তিনি৷
সোফিয়া, ভ্লাদকে খুবই ভালোবাসতেন বলে বাড়িতে মিথ্যে বলেছিলেন ভ্লাদের আর্থিক অবস্থা বেশ ভালো। কিন্তু একেবারেই তেমনটা ছিলনা। তাঁর কাছে টাকা পয়সা না থাকা সত্ত্বেও সোফিয়া তাঁকে বিয়ে করতে রাজি হয়। তাঁর প্রতিটি দায়িত্ব নিতেও প্রস্তুত হন। তাই স্বামীর চুরির স্বভাব চোখে পড়লেও সেগুলিকে তেমন গুরুত্ব না দিয়ে এগিয়ে যান সোফিয়া। পরবর্তীকালে তাঁর নজরে আসে সাংঘাতিক কিছু ঘটনার ওপর। অভিনেত্রী বলেন, ভ্লাদ নাকি সোফিয়ার লিগাল পেপারস চুরি করে তাঁর বিজনেস হাতবারও তালে ছিলেন।
এসব সমস্যার মধ্যে আরও একটি দুর্ঘটনার সম্মুখীন হন সোফিয়া। তাঁর মিসক্যারেজও হয়েছে বলে জানান তিনি। তিন মাসের মাথায় গর্ভপাত হয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিনেত্রীর অভিযোগ, অনুযায়ী তাঁর স্বামী তাঁকে ধর্ষণও করেছেন। ভ্লাদ যে এত বড় প্রতারক তা জানার পরই বাড়ি থেকে বের করে দেন সোফিয়া। এখন সে কোথায় বা কী করছে সেই সম্বন্ধে জানতেই চান না নায়িকা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি