ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বদলে যাওয়া বাঁধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২ মে ২০১৮ | আপডেট: ১০:৫৩, ৩ মে ২০১৮

লাক্স তারকা আজমেরি হক বাঁধন। ক্যারিয়ারের বর্তমান সময়ে খুবই হিসেব করে চলছেন তিনি। এরই মধ্য নিজেকে ফিট করে ফেলেছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানা সময়ে তাকে নতুন নতুন গেটআপে দেখা যাচ্ছে। তবে বাঁধনের এই বদলে যাওয়ার রহস্য প্রকাশ পেয়েছে সম্প্রতি। শুধু চলচ্চিত্রে অভিনয়ের জন্য নাকি তার এই বদল যাওয়া। তবে তিনি বলছেন ভিন্ন কথা।

এ প্রসঙ্গে বাঁধন বলেন, যারা আমার এই বদলে যাওয়াকে শুধু চলচ্চিত্রের জন্য দেখছেন তারা আসলে একটা ভুলের মধ্যে আছেন। আমি চলচ্চিত্রে অভিনয়ের জন্য নিজেকে বদলাইনি। আমি আমার নিজের জন্যই বদলেছি। আমার মাঝের সময়টুকু কতটুকু প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কাটিয়েছি সেটি সবার জানা আছে। সেই সময় আমার মনে হয়েছে হয়তো আমাকে মরে যেতে হবে, না হয় ঘুরে দাঁড়াতে হবে। আমার শারীরিক অবস্থা ও মানসিক কোনো কিছুতেই তখন ঠিক ছিলাম না। বলতে পারি, বিষণ্নতা থেকে মুক্তি পাওয়ার জন্য তখন আমি জিমে ভর্তি হাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমার বদল দেখে যদি কেউ আমাকে নিয়ে কোনো একটি ভালো কাজ করতে চান সেটি আমার অর্জন।

তিনি আরও বলেন, বিয়ে এবং সন্তান জন্মের পর আমাদের দেশের নারীদের শারীরিক পরিবর্তন ঘটে। তারমধ্যে একটি হলো ওজন বেড়ে যাওয়া। এই বিষয়ে নারীদের সচেতন থাকা প্রয়োজন। আমার এই পরিবর্তন দেখে বেশ কয়েকজন নারী জিমে ভর্তি হয়েছেন। তারা নিজেদের পরিবর্তন নিয়ে ভেবেছেন। এটিও আমার জন্য একটি বড় পাওয়া বলে আমি মনে করি।

এদিকে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘দহন’-এ নায়িকা হিসেবে আবির্ভূত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী বাঁধন। জমকালো মহরত অনুষ্ঠানে বাঁধনকে চলচ্চিত্রটির নায়িকা হিসেবে ঘোষণা করে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘‘দহন’ সিনেমার গল্প এবং স্ক্রিপ্ট আমাকে মুগ্ধ করেছে। ছয় মাস ধরে সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করেছি। ১৬ কেজি ওজন কমিয়েছি। আরও ৫ কেজি কমানোর চেষ্টা করছি। সিনেমাতে নিজের চরিত্রের জন্য বাইক চালানো শিখছি। এর আগে আমি কখনো বাইসাইকেলও চালাইনি। এখন বাইক চালানো শিখতে হচ্ছে।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি