ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২ মে ২০১৮

Ekushey Television Ltd.

কখনও রাধিকা আপতে, কখনও শ্রী রেড্ডি আবার কখনও রিচা চাড্ডা, বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খুলেছেন একের পর এক অভিনেত্রী। শ্রী রেড্ডি, রাধিকাদের পর বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান-এর মন্তব্যে। সাংবাদিক সম্মেলনে ‘কাস্টিং কাউচ’-এর পক্ষে প্রশ্ন করে বসেন বর্ষীয়ান ওই কোরিওগ্রাফার।

তিনি বলেন, ‘বলিউডে ধর্ষণ করে কেউ কাউকে ছড়ে দেয় না। তাঁর খাবারের ব্যবস্থাও করে দেয়।’ সরোজ খানের ওই মন্তব্যের পর থেকেই শুরু হয় জোর জল্পনা।
সরোজ খানের মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মাহি গিল। তিনি বলেন, তিনি যখন ক্যারিয়ার শুরু করেন, তখন একাধিক কুৎসিত ঘটনার সম্মুখীন হতে হয় তাঁকে। অডিশন দিতে গেলে, কোনও এক পরিচালক তাঁকে ‘নাইটি’ পরে দেখতে চান।

আবার কেউ বলেন, কামিজ পরে অডিশন দিতে গেলে, কেউ তাঁকে সিনেমায় সুযোগ করে দিতে চাইবেন না। এমনকী, সালওয়ার কামিজ পরে হাজির হলে, অভিনয় করতে পারবেন না বলেও মাহির মুখের উপর কেউ কেউ মন্তব্য করেন বলেও দাবি করেন অভিনেত্রী।
ক্যারিয়ার শুরু করতে গিয়েই ‘কাস্টিং কাউচে’-এর মত ঘটনার সম্মুখীন তিনি হন। এমনকী, যে পরিচালকরা তাঁকে ওই প্রস্তাব দিয়েছেন, তাঁদের নামও এই মুহূর্তে মনে করতে পারছেন না বলেও মন্তব্য করেন মাহি। পাশাপাশি তিনি আরও বলেন, মেয়েদের দেখলেই যাঁরা ওই ধরনের কুৎসিত ভাবনা চিন্তা শুরু করে দেন, তাঁরা সমাজের সব জায়গাতেই বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন বলেও জানান মাহি।
‘দেব ডি’ খ্যাত অভিনেত্রী মাহি গিল-এর পাশাপাশি বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে মুখ খোলেন অভিনেতা রাজকুমার রাও।

তিনি জানান, এখনও কাস্টিং কাউচের সম্মুখীন তাঁকে হতে হয়নি। কিন্তু, তিনি এমন অনেককেই জানেন, যাঁরা ওই সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, মেধা থাকলে, লড়াই চালিয়ে যান। মেধার জোরেই যাতে অভিনয়ে সুযোগ করে নেওয়া যায়, সেই মত-ও প্রকাশ করেন ‘নিউটন’ অভিনেতা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি