ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ সাপ!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২ মে ২০১৮ | আপডেট: ১৯:৪০, ২ মে ২০১৮

Ekushey Television Ltd.

ইতিমধ্যে শুরু হয়েগেছে তারকাবহুল চলচ্চিত্র ‘কলঙ্ক’র শুটিং। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান শুটিং করছেন। আরও আছেন মাধুরী দীক্ষিত ও কুনাল খেমু। তারা যার যার অংশের শুটিং নিয়ে রয়েছেন ব্যস্ত। এর মধ্যে শুটিং করছেন আলিয়া ও বরুণ। ঠিক ওই সময় সেখানে ‘কলঙ্ক’ সেটে এসে হাজির হয় বড় আকারের দুটি সাপ। হঠাৎ পাওয়া এই দুই অতিথিকে নিয়ে সবাই আঁৎকে উঠেন। শুরু হয়ে যায় ছুটাছুটি।

ওই সময় সেটে উপস্থিত থাকা একজন কর্মী জানান, আলিয়া ভাট আর বরুণ ধাওয়ান তখন একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করেছিলেন। ঠিক তখনই সিনেমার কয়েকজন কলাকুশলী দুটি সাপ দেখতে পান। সাপ দুটি আলিয়া আর বরুণের দিকে এগোতে থাকায় সবাই ঘাবড়ে যায়। তখনই শুটিং বন্ধ করে দেন পরিচালক অভিষেক বর্মণ। পরে সাপ দুটিকে জঙ্গলে ফিরিয়ে দিয়ে আবার শুটিং শুরু হয়।

একটি সূত্র জানায়, টানা ৪৫ দিন কাজ করে শুটিং শেষ করবেন বরুণ ও আলিয়া। তাই সেটে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেদিকে সবাই খুব সজাগ। গত সোমবার এই ‘সর্পকাণ্ড’ ঘটার পর মুহূর্তেই সেটে আতঙ্ক ছড়িয়ে যায়। কারণ, সাপ দুটি ছিল বিশাল আকৃতির। সবার নিরাপত্তা নিশ্চিত করার পর সাপ দুটিকে ধরে জঙ্গলে ফিরিয়ে দেওয়া হয়। আকৃতি বিশাল হলেও সেগুলো বিষধর সাপ ছিল কি না, তা জানা যায়নি।

অবাক করা বিষয় হলো, একই সেটে বছর খানেক আগেও একবার সাপ ঢুকেছিল। শাহরুখ খান আর কাজল অভিনীত ‘মাই নেম ইজ খান’ ছবির শুটিং হচ্ছিল তখন। আর অভিষেক বর্মণ ছিলেন সেই চলচ্চিত্রের সহকারী পরিচালক।

‘কলঙ্ক’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ এপ্রিল। এটি প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিও, ধর্ম প্রডাকশন আর নাদিয়াওয়ালা গ্র্যান্ড সন এন্টারটেইনমেন্ট। নির্মাতা করণ জোহরের কাছে ছবিটি খুব গুরুত্বপূর্ণ। কারণ, ১৫ বছর আগে তার বাবা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা যশ জোহর ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন। ছবির নির্মাণ শুরুর আগের অনেক কাজ তখন তিনি এগিয়ে রেখেছিলেন। কিন্তু পরে আর শুটিং শুরু করতে পারেননি। যশ জোহরের মৃত্যুর পর করণ বাবার স্বপ্ন পূরণের উদ্যোগ নেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি