ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মালদ্বীপ ঘুরে বেড়াচ্ছেন শিল্পা    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ২ মে ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ২ মে ২০১৮

Ekushey Television Ltd.

এক সময় বলিউডের পর্দা কাঁপিয়েছেন শিল্পা শেঠি। আর এখন রয়েছেন এ জগত থেকে অনেক দূরে। অভিনয় থেকে দূরে থাকলেও বিভিন্ন প্রোগ্রামের বিচারকের আসনে মাঝে মাঝে তাকে দেখা যায়।

শিল্পার স্বামী রাজকুন্দ্রা একজন ব্যবসায়ী। এখন তাকেই সময় দিচ্ছেন তিনি। ফলে মিডিয়া থেকে অনেক দূরে ‘ওয়ান্টেড’ খ্যাত বলিউডের এই তারকা।

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ভাইরাল হয়েছে শিল্পা শেঠির কয়েকটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, স্বামী-সন্তান নিয়ে সমুদ্রের পাড়ে হৈ হুল্লোর করছেন বলিউডের এই অভিনেত্রী।

জানা গেছে- ছুটি কাটাতে সপরিবারে মালদ্বীপ ভ্রমণে গিয়েছেন শিল্পা। যেখানে তাকে সঙ্গ দিচ্ছেন স্বামী রাজকুন্দ্রা ও একমাত্র সন্তান ভিয়ান।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি