ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন প্রিয়াঙ্কা    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ২ মে ২০১৮ | আপডেট: ১০:৫২, ৩ মে ২০১৮

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে নিয়ে অন্তর্জালে চলছে ব্যাপক আলোচনা। সকলের একটাই প্রশ্ন ছিল কার সঙ্গে সাত পাকে বাধা পড়লেন এই বলিউড অভিনেত্রী। অবশেষে এই জাতীয় প্রশ্ন নিয়ে মুখ খুললেন তিনি। তবে যেখান থেকে এই জল্পনার সূত্রপাত ঘটেছিল সেখানেই জল্পনার ইতি টানলেন এই বলি সুন্দরী।

তার হাতের চেইন নিয়েই ঘটে যতকাণ্ড। অনেকের সন্দেহ ওটা মঙ্গলসূত্র। টুইটারে এর জবাব দিতে গিয়ে আরেকটি ছবি আপলোড করে প্রিয়াঙ্কা জানান, তার হাতের চেইনটি আসলে সামান্য একটা ব্রেসলেট। সেই সঙ্গে তিনি জানান, যদি তিনি বিয়ে করেন তাহলে সেটা সকলকে জানিয়ে করবেন। গোপনে করবেন না।

প্রিয়াঙ্কার এমন টুইটে ভক্তরা বেজায় খুশি। কারণ তাদের প্রিয় অভিনেত্রী যে এখনও অবিবাহিত এবং সিঙ্গেল। তবে এখন নায়িকা রয়েছেন আসামে। সেখানে ট্যুরিসমের শ্যুট নিয়ে ব্যস্ত তিনি। চলতি সপ্তাহে এই প্রজেক্টটি শেষ করে তিনি ফিরে যাবেন নিউইয়র্কে। সেখানে একাধিক হলিউড প্রজেক্ট নিয়ে এ বছরে বেশ ব্যস্ত থাকবেন।

হলিউডের কাজ শেষ করে ফিরবেন বলিউডে। এখানে এসে শুরু করবেন সালমান খানের ‘ভারত’ ছবির কাজ।

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি