ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ব্যালেন্স করে চলছেন তাহসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৩ মে ২০১৮ | আপডেট: ১৫:২৩, ৩ মে ২০১৮

গান ও অভিনয়। দুই অঙ্গনেই সমান ব্যস্ত সময়ের জনপ্রিয় তারকা তাহসান খান। শুধু তাই নয়, এর পাশাপাশি এবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার বিচারকের দ্বায়িত্বও পালন করছেন তিনি। টিভি নাটকের পর তিনি নাম লিখিয়েছেন বড় পর্দায়। তার অভিনীত প্রথম সিনেমার শুটিং ইতিমধ্যে অনেকখানি শেষও হয়েছে। মোটকথা তাহসান এখন দারুণ ব্যস্ত।

নিজের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে সময়। গান, নাটক ও সিনেমায় অভিনয় তো চলছে, সেই সঙ্গে একটি সুন্দরী প্রতিযোগিতার বিচারকের দ্বায়িত্ব পালন করছি।’

তাহসান আরও বলেন, ‘যদিও সবকিছু সামলানো কঠিন। তবে আমি ব্যালেন্স করার চেষ্টা করি। গানের সময় গান, অভিনয়ের সময় অভিনয় অথবা অন্য কাজের সময় অন্য কাজটাতেই শতভাগ মনোযোগ দেয়ার চেষ্টা থাকে। একটার সঙ্গে আরেকটা মিলাতে চাই না। আর সময়টা ভাগ করে নেই। গান যখন একটা সময় টানা করছি তখন অভিনয় করছি না। আবার অভিনয় যখন টানা করছি তখন গানটায় একটু গ্যাপ দেই। এভাবেই সময়টা ভাগ করে নিতে হয়। না হলেতো সম্ভব ছিলো না।’

ব্যস্ততা নিয়ে তাহসান বলেন, ‘ব্যস্ত থাকতে ভালই লাগে। কারণ অবসর থাকলে ফাঁকা ফাঁকা লাগে। তবে টানা অবসর সময় খুব একটা পাই না। পেলে সেটাও আমি উপভোগ করি। আর ব্যস্ত থাকা মানে শ্রোতা-দর্শকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলা। তাদের জন্যইতো আমি আজকের তাহসান। সুতরাং তাদের জন্য ব্যস্ত থাকতে ভালো লাগে।’

এদিকে তাহসান বর্তমানে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমাতে অভিনয় করছেন। এতে অভিনয় প্রসঙ্গে তাহসান বলেন, ‘এটা আমার প্রথম সিনেমা। স্ক্রিপ্ট ভালো লেগেছে, আমার চরিত্র ভালো লেগেছে। সে কারণেই সিনেমাটি করা। এখানে আমার নায়িকা ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী। আসলে শুটিং করতে যখন গিয়েছি তখন আরও বেশি ভালো লেগেছে। কারণ আয়োজনটা চমৎকার ছিলো। আমার বিশ্বাস দর্শক একটি পরিপূর্ণ সিনেমা দেখতে পারবে।’

শ্রাবন্তীর সঙ্গে কাজ করা নিয়ে এই তারকা বলেন, ‘কো আর্টিস্ট অনেক বড় একটি বিষয়। শ্রাবন্তী অনেক ভালো মানের অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। ভালো অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করতে আমার সব সময়ই ভালো লাগে। আশা করছি আমাদের জুটিটা দর্শকদের ভালো লাগবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি