ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাজের ভালো বউ শুভশ্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৮, ৩ মে ২০১৮

আর মাত্র কয়েক দিনের বাকি। তারপরই সানাই বেজে উঠবে। মেয়ের বিয়ে বলে কথা। তার উপর মেয়ে আবার টালিউডের প্রথম সারির নায়িকা। ফলে আয়োজনে কোনও ত্রুটি রাখছেন না কনে পক্ষ। বর্ধমানের বাড়িতে এখন সাজ সাজ রব।

বলছি শুভশ্রীর বিয়ের কথা। অল্প দিনের মধ্যেই অভিনেত্রী গাঁটছড়া বাঁধবেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। তবে তার আগে নিজেই নিজেকে সার্টিফিকেট দিলেন নায়িকা।

সোশ্যাল মিডিয়ায় রাজের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘আমার বর খুব ভালো একটা বউ পেয়েছে।’

অন্যদিকে মা এবং শুভশ্রীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে রাজ লেখেন, ‘আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দুই মহিলা।’

সূত্র : আনন্দবাজার

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি