ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

জামাই অমিতাভের সিনেমা দেখতে গেলেন শাশুড়ি ইন্দিরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ৩ মে ২০১৮

ইন্দিরা ভাদুড়ি। অমিতাভ বাচ্চনের শাশুড়ি। সত্তোরোর্দ্ধ মহিলা তিনি। সম্প্রতি তাকে নিয়ে বলিউডের মেগাস্টার অমিতাভের সিনেমা ‘১০২ নট আউট’-এর স্পেশ্যাল শো দেখতে গেলেন নাতি অভিষেক। আর তাঁর সঙ্গে ছিলেন ঐশ্বরিয়া রায়। নাতির হাত ধরেই থিয়েটারে আসেন অমিতাভের শাশুড়ি ইন্দিরা ভাদুড়ি।

উল্লেখ্য, ‘১০২ নট আউট’ সিনেমাটিতে একজন বৃদ্ধ বাবার ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বাচ্চন। যাঁর সন্তানের ভূমিকায় রয়েছেন ঋষি কাপুর। ১০০ পেরোনো এক বাবার উচ্ছ্বাস উদ্যম নিয়েই এই সিনেমাতে দেখানো হয়েছে জীবনীশক্তির সবটা শুষে নিয়ে বেঁচে থাকার উপায়। আর জামাইয়ে অনস্ক্রিন বৃদ্ধ-রূপকে দেখতে সিনেমার স্পেশাল স্ক্রিনিং এ পৌঁছে ছিলেন জয়ার মা ইন্দিরা ভাদুড়ি।

দিদিমাকে চোখে চোখে রাখছিলেন অভিষেক ও ঐশ্বরিয়ার কাজ। যতটা সতর্ক ছিলেন নাতি অভিষেক ততটা সতর্ক ছিলেন তাঁর স্ত্রী ঐশ্বরিয়া। এদিন, অমিতাভের পরিবারের পাশাপাশি, স্পেশ্যাল স্ক্রিনিং -এ উপস্থিত ছিলেন ঋষি কাপুরের পুত্র রণবীর। উপস্থিত ছিলেন ঋষিপত্নী নিতু কাপুরও। এসেছিলেন হেমা মালিনি, রেখা, ডেভিড ধওয়ান।

সূত্র : অন ইন্ডিয়া

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি