ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কার সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়া!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ৩ মে ২০১৮

‘অরু আদার লাভ’-এর পর এবার আবারও প্রকাশ্যে এলো প্রিয়া প্রকাশ ওয়ারিয়র এবং রোশন আবদুল রউফের নতুন ছবি। যেখানে দক্ষিণী কন্যার সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে আবদুল রউফকে। ‘ভাইরাল’ কন্যার সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ফের হু হু করে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
ছবিতে গোলাপী শাড়িতে দেখা যাচ্ছে প্রিয়া প্রকাশকে। সেই সঙ্গে সাদা শার্ট পরে প্রিয়ার পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রওশনকে। ‘অরু আদার লাভ’-এর পর থেকেই যে প্রিয়া প্রকাশের সঙ্গে রওশনের জুটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে, তা আবারও প্রকাশ্যে আসলো।


এদিকে প্রিয়া প্রকাশ ওয়ারিয়র একজন রক্ষণশীল পরিবারের মেয়ে। বয়স বেশি না হওয়ায় প্রিয়া নাকি এখনও তাঁর মায়ের মোবাইল ফোন ব্যবহার করেন। শুধু তাই নয়, ইন্টারনেটে কিছু জানার হলে, মায়ের ফোন থেকেই তা দেখে নেন বলেও দাবি করেছেন প্রিয়া প্রকাশের বাবা। পাশপাশি প্রিয়ার ভিডিও যখন ভাইরাল হয়, তখন বন্ধুর মোবাইল থেকে তিনি প্রথম ওই ভিডিও দেখেছিলেন বলেও জানিয়েছেন প্রিয়ার বাবা।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি