ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মাহির বর্তমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ৩ মে ২০১৮

সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মহি। সম্প্রতি ঘোষণা দিয়েছেন তিনি নাকি ছুটিতে যাচ্ছেন। অভিনয় থেকে দেড় মাসের বিরতি নিচ্ছেন মাহি।

বিষয়টি নিয়ে মাহি বলেন, ‘হ্যাঁ। ৭ মে আমার দেবরের গায়েহলুদ, ৯ মে বিয়ে। এর পরে আছে বউভাত। আমি পরিবারের বড় বউ। বুঝতেই পারছেন, কত বড় দায়িত্ব আমার ওপর! বিয়ের চাপ শেষ হতে না হতেই আবার রমজান চলে আসছে। সারা বছর শুটিং করি; অন্তত রমজানে শুটিং থেকে দূরে থাকতে চাই। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের বলেছি, একবারে ঈদের পর শুটিং করব।’

এদিকে ২৮ এপ্রিল অনন্য মামুনের পরিচালনায় শুটিং চলাকালে অর্ধেক কাজ করেই চলে যান নায়িকা। পরে পরিচালক মামুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলেন তিনি।

বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘অনন্য মামুনের সিনেমা ‘তুই শুধু আমার’-এর শুটিং করেছিলাম বেশ আগে। মামুন কিছুদিন আগে বললেন, সিনেমার একটি গানের শুটিং করবেন। ডেট দিলাম। শুটিংয়ের দুই দিন আগে বললেন, ছবির প্রমোশনের জন্য আরেকটি গান করবেন। সিনেমার শেষে পর্দায় নাম ওঠার সময় এই গান ব্যবহৃত হবে। প্রথমে রাজি হইনি। তিনি আমাকে বাড়তি এক লাখ টাকা পারিশ্রমিক দিলেন। ২৮ এপ্রিল শুটিং শুরু করলাম। সন্ধ্যায় নাশতার বিরতির সময় ইউনিটের একজনের মাধ্যমে শুনলাম এটি ছবির গান নয়, মিউজিক ভিডিও। সঙ্গে সঙ্গে পরিচালককে ডেকে জিজ্ঞেস করলাম, তিনি সদুত্তর দিতে পারলেন না। বিষয়টা আমার ভালো লাগেনি, তাই এফডিসি থেকে চলে আসি।’

এদিকে সম্প্রতি চিত্রনায়ক বাপ্পির সঙ্গে কি বিবাদ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি যা বলি সরাসরি বলি। বাপ্পি অলরাউন্ডার। আমি তাঁকে সম্মান দিয়ে বলেছি, কখনো যদি অভিনয় শিখে আসতে পারি, বাপ্পির সঙ্গে অভিনয় করার যোগ্যতা তৈরি হয়, তাহলেই তাঁর সঙ্গে কাজ করব। আমার কথাটা না বুঝে তিনি উল্টাপাল্টা স্টেটমেন্ট দিতে শুরু করেছেন। আজকাল বলে বেড়াচ্ছেন, আমার জন্যই নাকি সিনেমাটার ব্যবসা কম হয়েছে। নইলে সিনেমাটি বাম্পার হিট হতো। কী আর করা! আমার জন্য যখন তাঁর ক্ষতি হচ্ছে, তখন সরে দাঁড়ানোটাই শ্রেয়। বাপ্পিকে দশ-পাঁচটা বাম্পার হিট সিনেমা করার সুযোগ দেওয়া উচিত আমার। শুধু শুধু ওর ক্ষতি করে কী লাভ!’

তিনি আরও বলেন, ‘আমি সাধারণ মানুষ। আমার সঙ্গে যাঁরা কাজ করবেন তাঁদেরও সাধারণ হতে হবে। আরিফিন শুভ, সাইমনরা আমার সঙ্গে তারকাগিরি দেখায় না। অথচ বাপ্পি এখন নিজেকে শাকিব খান ভাইয়ের প্যারালাল মনে করেন। কিভাবে তাঁর সঙ্গে কাজ করব! এত বড় তারকার সঙ্গে অভিনয় করতে গেলে যে যোগ্যতা দরকার, আমার তা নেই।’

এদিকে নিজের ব্যক্তিগত বিষয় অর্থাৎ পরিবার নিয়ে বিভিন্ন সময়ে প্রচারিত গুজব নিয়ে মাহি বলেন, ‘নায়িকা নয়, নিজেকে আমি মানুষ ভাবি। অপুকে ভালোবেসে বিয়ে করেছি। ওর প্রতি আমার চাওয়া অনেক। বেশির ভাগ সময় আবেগটাকে প্রাধান্য দিতে গিয়ে ওকে সেভাবে বুঝে উঠতে পারি না। হয়তো ঝুম বৃষ্টি নেমেছে, আমি আবদার করে বললাম—চলো, লং ড্রাইভে যাই। কিন্তু অপু চায় ঘরে বসে লুডু খেলতে। মনের কষ্টে ফেসবুকে কিছু না কিছু লিখে ফেলি তখন। ভুলে যাই এটা নিয়ে গসিপ তৈরি হতে পারে। সম্প্রতি অপু আমাকে বুঝিয়েছে। বেশির ভাগ সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে সে। চাইলেও আমাকে সময় দিতে পারে না। সেটা মেনে নেওয়ার জন্য তৈরি করছে আমাকে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।’

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি