ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বামবা কনসার্ট শুরু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৩, ৩ মে ২০১৮ | আপডেট: ১৯:০১, ৩ মে ২০১৮

শুরু হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) কনসার্ট। আজ (৩ মে) দুপুর ২টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় নবরাত্রিতে শুরু হয়েছে ‘বামবা লাইভ চ্যাপ্টার-১’ কনসার্ট।   

শুন্য ব্যন্ড এর মাধ্যমে শুরু হয় ‘শত আশা’ গানটি দিয়ে। এরপর ‘চলো আজ হারিয়ে যাই গোধূলির ওপারে’ ও ‘শোনো মহাজন’সহ বেশ কয়েকটি গান পরিবেশনা করে দর্শকদের মাতিয়ে তোলেন ব্যান্ডের গায়ক এমিল।

এরপর ধারাবাহিকভাবে থাকবে আরও ১০টি ব্যান্ডের গান। থাকছে মাইলস, ওয়ারফেইজ, ফিডব্যাক, অর্থহীন, দলছুট, ম্যাক ও ঢাকা, পেন্টাগন, নেমেসিস, আর্বোভাইরাস ও ভাইকিংসের পরিবেশনা।  

বামবা জানায়, এই আয়োজন দিয়েই তারা সিরিজ কনসার্টের পরিকল্পনা নিয়েছে। পর্যায়ক্রমে বছরজুড়ে এগুলো করবে তারা। ‍‘বামবা লাইভ চ্যাপ্টার’-এর অন্যতম পৃষ্ঠপোষক ‘স্কাই ট্র্যাকার’ জানায়, প্রতি বছর তিনটি করে এমন কনসার্ট হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালে বামবা তিন দিনের রক উৎসব করে। এরপর তারা ‘বামবা লাইভ চ্যাপ্টার-১’-এর মাধ্যমেই মঞ্চে ফিরল।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি