ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘নাইটিতে কেমন লাগে তিনি দেখতে চান, পরে...’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ৩ মে ২০১৮ | আপডেট: ২১:০৯, ৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

হলিউড বলিউড সব জায়গায়ই কাস্টিং কাউচ নিয়ে সমস্যা রয়েছে। এই নামটি ফিল্ম ইন্ডাস্ট্রির খুবই পরিচিত একটি শব্দ। কেউ এ নিয়ে মুখ খুলেন আবার কেউ বা বলেন সব ইন্ডাস্ট্রিতেই এই সমস্যা রয়েছে, তা হলে শুধুমাত্র সিনে ইন্ডাস্ট্রির দিকেই আঙুল ওঠে কেন? এবার কাস্টিং কাউচ নিয়ে প্রকাশ্যে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলি অভিনেত্রী মাহি গিল। 

পর্দায় মাহিকে সাহসী দৃশ্যে একাধিকবার দেখেছেন দর্শক। মন্তব্যের ক্ষেত্রেও সাহসের সেই ধার বজায় রেখেছেন অভিনেত্রী।

মাহির কথায়, ‘‘আমার সঙ্গে কয়েক বার এই ঘটনা ঘটেছে। আমার তো পরিচালকদের নামও মনে নেই। একবার এক পরিচালকের সঙ্গে দেখা করতে যেতে হয়েছিল। আমি সালোয়ার সুট পরে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, সালোয়ার পরে এলে কেউ সিনেমায় কাস্ট করবে না। আবার অন্য এক পরিচালক বলেছিলেন, তোমাকে নাইটি পরে কেমন লাগে আমি দেখতে চাই। এ ধরনের লোক প্রচুর রয়েছে।’’

মাহি জানিয়েছেন, সে সময় তিনি মুম্বইতে নতুন। ফলে কার সঙ্গে কী ভাবে দেখা করতে হবে, কিছুই জানতেন না। সেটার সুযোগ নিতেন অনেকে। না চাইতেও অনেক উপদেশ দিতেন। মাহির দাবি, এ সব পরিস্থিতির মোকাবিলা করতে সেই জায়গা ছেড়ে পালিয়ে আসতেন তিনি।

দিন কয়ের আগেই কাস্টিং কাউচ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কোরিওগ্রাফার সরোজ খান। এর আগে কখনও রাধিকা আপ্ত, কখনও ঊষা যাদব, কখনও বা শ্রী রেড্ডি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। মাহির বক্তব্যে ইন্ডাস্ট্রির এই অন্ধকার দিকটি আরও একবার সামনে এল।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি