ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এবার ঝড় তুলেছে ‘অ্যান্টম্যান’র ট্রেলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ৪ মে ২০১৮

‘অ্যাভেঞ্জারস : ইনফিনিটি ওয়ার’ জ্বরে কাঁপছে বিশ্ব। সেই জ্বর কাটতে না কাটতেই এবার চলে এসেছে নতুন চমক। সম্প্রতি মুক্তি পেল আরও এক সুপারহিরো মুভির ট্রেলার ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়্যাস্প’৷
ট্রেলারটি শুরু হয় স্কট ল্যাং এবং তার মেয়ে ক্যাসি কথোপকথনের দৃশ্য দিয়ে। সেই কথার মাঝেই দেখা যায় মারপিটের কিছু দৃশ্য। যেখানে অ্যান্টম্যান শত্রুদের সঙ্গে লড়াই করছে। স্কটের চরিত্রে অভিনয় করছেন পল রড। ক্যাসির ভূমিকায় অ্যাবি রাইডার ফর্টসন।
অন্যদিকে ট্রেলারে দেখা গেল একজন শেপশিফটার ‘ঘোস্ট’কে। এই চরিত্রে অভিনয় করবেন হ্যানাহ জন ক্যামেন। সিনেমার পরিচালক পেইটন রিড। অন্যান্য চরিত্রে দেখা যাবে ববি ক্যানাভেল, ইভাঞ্জলিন লিলি, মাইকেল পেনা সহ অনেককে। চলতি বছরের ৬ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি