ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাবির সাথে যুক্ত হচ্ছে সত্যজিৎ রায় ইনস্টিটিউট   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ৪ মে ২০১৮ | আপডেট: ২২:২১, ৪ মে ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাথে যুক্ত হতে যাচ্ছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। এ লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।

যৌথ প্রোডাকশনের লক্ষ্যে প্রথমবারের মতো কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে এমন একটি উদ্যোগ নিতে যাচ্ছে এসআরএফটিআই। সমঝোতা স্মারক খসড়াটি এখন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।   

এসআরএফটিআই-এর মহাপরিচালক দেবমিত্রা মিত্র জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে এসআরএফটিআই-এ সদ্য চালু হওয়া ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়া’র ক্ষেত্রে খুবই সহায়ক হবে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এসআরএফটিআই-উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ফ্যকাল্টিদের মধ্যে বিনিময় অনুষ্ঠানও হবে। এতে একটি প্রতিষ্ঠানের সদস্যরা অপর প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন পেলেই দেবমিত্রা মিত্র ঢাকায় গিয়ে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে জানা গেছে।

আরকে//এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি