ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সোনমের বিয়েতে থাকছেন না বিরুষ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ৪ মে ২০১৮ | আপডেট: ২২:২১, ৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

কয়েকদিন পরই ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে হতে যাচ্ছে সোনম কাপুর আনন্দ আহুজার বিয়ের অনুষ্ঠানএই বিয়ে যে, তারকাখচিত হতে চলেছে তা বলাই যায়ইতিমধ্যে অতিথিদের কাছে পৌঁছে গেছে বিয়ের দাওয়াত পত্রতবে এই বিয়েতে নাকি উপস্থিত থাকতে পারবেন না `বিরুষ্কা`

জানা গেছে, সোনমের বিয়ের সময় অনুষ্কা, শাহরুখের সঙ্গে আমেরিকার আলবামায় থাকবেন। যেখানে আনন্দ রাইয়ের `জিরো` ফিল্মের শেষ অংশের শ্যুটিং রয়েছে। অন্যদিকে বিরাট ব্যস্ত থকবেন আইপিএল নিয়ে। ৭ মে বেঙ্গালুরুর সঙ্গে হায়দরাবাদের খেলা রয়েছে। এদিকে সোনম কাপুর-আনন্দ আহুজার মেহেন্দির অনুষ্ঠানও রয়েছে একই দিন (৭ মে)। আর বিয়ের অনুষ্ঠান রয়েছে ৮ মে।

তবে শুধু `বিরুষ্কা`ই নন। সোনমের বিয়েতে থাকতে পারছেন না আরো দুই বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। তারা দুজনেই নাকি ৮ মে নিউ ইয়র্ক-এ অনুষ্ঠিত মেট গালার রেড কার্পেটে হাঁটবেন। জিনিউজ

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি