ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অনিল-তব্বুর নয়া রসায়ন ভাইরাল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

তব্বু এবং অনিল একসঙ্গে গাইলেন ‘কিতনা মধুর হ্যায় ইয়ে মিলন’। অনিল কাপুরের কোলে বসে যখন তব্বু ওই গান গাইলেন, সেই ভিডিও ছড়িয়ে পড়ে হু হু করে। অনিল-তব্বুর রসায়ন যে এখনও জমজমাট, তা এই ভিডিও না দেখলে বিশ্বাস হবে না।
সম্প্রতি দুর্ঘটনায় আহত হন ফারহা খান। ফারহাকে দেখতে তাঁর বাড়িতে আসেন তব্বু এবং অনিল কাপুর। আর সেখানে গিয়েই ‘কিতনা মধুর হ্যায় ইয়ে মিলন’ গুন গুন করতে দেখা যায় অনিল কাপুরকে। নব্বই’র দশকের নায়কের গলায় ওই গান শুনে লজে লাল হয়ে ওঠেন তব্বুও। ফারহা খানের হাত ধরে যখন ওই ভিডিও প্রকাশ্যে আসে, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
বর্তমানে মেয়ে সোনাম কাপুরের বিয়ে নিয়ে ব্যস্ত অনিল কাপুর। সেই সঙ্গে রয়েছে ‘রেস থ্রি’-র শুটিং। যা চলতি বছরের ঈদের সময় মুক্তি পাবে।

অন্যদিকে, অজয় দেবগণের ‘লাভ রজন’-এর শুটিং শুরু করেছেন তব্বু।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি