ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ক্যাটের বোনের সঙ্গে নাচতে পারছেন না সালমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ৫ মে ২০১৮

ইসাবেলা কাইফ। ক্যাটরিনা কাইফের বোন। অল্প দিনের মধ্যেই তিনি পা রাখতে যাচ্ছেন বলিউডে। ইসাবেলার ডেবু সিনেমাতে তার সঙ্গে কাজ করছেন সুরজ পাঞ্চোলি। তবে ‘টাইম টু ডান্স’ সিনেমাতে একটি নাচে ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা কাইফের সঙ্গে পারফর্ম করার কথা ছিল সালমান খানের। তবে সিনেমাতে জটিল ডান্স ফর্ম থাকায় সেখানে কাজ করছেন না সালমান।

একটি সূত্রের দাবি, ‘টাইম টু ডান্স’ সিনেমাতে বেশ কিছু কমপ্লেক্স ডান্স ফর্ম রয়েছে। তবে আপাতত সেখানে পারফর্ম করার সময় নেই সালমানের। সিনেমাতে ওয়ালটজ, ট্যাঙ্গো নানা ধরনের নাচের স্টাইল রয়েছে।

জানা গেছে, এই নাচের স্টাইলে খুব একটা স্বতস্ফূর্ত নন সালমান। এছাড়া তার দাবাং ট্যুরও রয়েছে সামনে। এরপর ভারতে শ্যুটিং। তাই আপতত ক্যাটের বোনের আর সালমানের সঙ্গে কাজ করার সৌভাগ্য হচ্ছে না।

যদিও ইসাবেলার বোন ক্যাটরিনাকে বলিউডে প্রথম বড় ব্রেক দিয়েছিলেন সালমান। তারপর থেকেই ক্যাট খ্যাতির শীর্ষে পৌঁছান।

সূত্র : এনডিটিভি

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি