ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিয়ের চিন্তা বাদ দিয়ে ধর্ম শিক্ষায় হ্যাপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ৫ মে ২০১৮

আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। জাতীয় দলের ক্রিকেটার রুবেলের সঙ্গে জড়িয়ে নিজেকে ভাইরাল করে ফেলেছিলেন তিনি। সেই আলোচনা শেষ। রুবেলও তার স্ত্রী, সংসার এবং ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। হ্যাপিও বিয়ে করে সংসারি হয়েছিলেন। কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। এবার নতুন করে নিজেকে আবারও আলোচনায় এনেছেন অভিনেত্রী।

নিজের ফেসবুকে গতকাল একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে হ্যাপি লিখেছেন-

অনেকে আমার বিয়ে নিয়ে খুব চিন্তা ফিকির করছেন! অনেকে নানা রকম কল্পনা জল্পনা করছেন! কেউ কেউ বলছেন গোপনে বিয়ে করেছি, কেউ কেউ বলছেন বিয়ে করতে যাচ্ছি, কেউ আবার পারলে আমাকে এখনই বিয়ে দিয়ে দেন! আপনাদের বানানো নানারকম সব গল্পে সত্যিই আমি বিরক্ত! সবার উদ্দ্যেশ্যে বলছি ......


আমার বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আমি সম্পূর্ণ মনোযোগ পড়াশুনায় দিতে চাই। এখন মীযান জামাতে পড়াশুনা করছি আলহামদুলিল্লাহ! নিয়ত আছে আলেমা হওয়ার, ইফতা পড়ার, যদি আল্লাহ কবুল করেন! আমার জন্য দোয়া করবেন। আশা করি সবার উত্তর পেয়ে গেছেন।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি