ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উড়োজাহাজের ডানায় চেপে আসছে অর্জুন-পরিনীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

একসময় ভারত মাতিয়েছিলো অক্ষয় কুমার ক্যাটরিনা কাইফ অভিনীত ‘নমস্তে লন্ডন’। এবার সেই সিনেমার সিক্যুয়ালের ডানায় চেপে আসছেন পরিণীতি চোপড়া অর্জুন কাপুর।

উড়োজাহাজের ডানায় বসা দুই তরুণ-তরুণীর দৃশ্য নিয়ে ইতিমধ্যে সিনেমার একটি পোস্টারও তৈরি করেছেন নির্মাতা বিপুল শাহ।

‘নমস্তে ইংল্যান্ড’ শিরোনামের সিনেমাটিতে দেশ-বিদেশ ঘুরতে দেখা যাবে তাদের। কাহিনীর শুরুটা হবে ভারতের পাঞ্জাবের অমৃতাসর ও লুধিয়ানা থেকে। এরপর তাদের যাত্রা হবে ঢাকায়। স্বল্প সময়ের জন্য বাংলাদেশের রাজধানীতে আসার কথা বলা হবে। এই হলো সিনেমার কাহিনী। তবে শুটিংয়ের জন্য তারা বাংলাদেশে আসেননি। ঢাকার দৃশ্যটি শুট হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এছাড়া বাকি দৃশ্য শুটিং হয় মুম্বাই ও লন্ডনে। মূলত দুই ভারতীয়র ইংল্যান্ড যাত্রা নিয়ে সিনেমার কাহিনী আবতির্ত হয়েছে।

২০০৭ সালে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমা ‘নমস্তে লন্ডন’ মুক্তি পেয়েছিল। সেই সিনেমার সিক্যুয়াল ‘নমস্তে ইংল্যান্ড’। বিপুল শাহ পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন অর্জুন কাপুর ও পরিনীতি চোপড়া। সিনেমাটির মুক্তি প্রথমে ঠিক করা হয়েছিল ক্রিস্টমাসের সময়। তবে প্রযোজনা সংস্থা জানিয়ে দিয়েছে সিনেমাটি মুক্তি পেতে চলেছে এবছরের শেষ দিকে।

উল্লেখ্য, ২০১২ সালের ‘ইশকজাদে’ ফিল্মের পর আবারও জুটি বাঁধলেন পরিনীতি ও অর্জুন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি