ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুক্তির আগেই ‘রেস থ্রি’র আয় ১৯০ কোটি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ৫ মে ২০১৮

Ekushey Television Ltd.

১৫ জুন মুক্তি পাচ্ছে সালমান খানের ‘রেস থ্রি’। অ্যাকশন ঘরাণার এ সিনেমার সহ-প্রযোজক সালমান। তার সঙ্গে আছেন রমেশ তুরানি। গত এপ্রিল মাস থেকেই সিনেমাটি বিশ্ব ব্যাপী (চীন ব্যাতীত) পরিবেশনের জন্য একাধিক কোম্পানি তাদের কাছে ধর্না দিচ্ছেন।

সিনেমাটি পরিবেশনের স্বত্ব ক্রয়ে করতে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছে ফক্স স্টার স্টুডিও, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, ইয়াশ রাজ ফিল্মস ও ইরোস ইন্টারন্যাশনাল।

সালমান ও রমেশ তুরানিকে বেশ লোভনীয় প্রস্তাবটিই দিয়েছে ইরোস। অঙ্কটা ১৯০ কোটি রুপির কাছাকাছি! এতে করে সিনেমা মুক্তির আগেই এই প্রস্তাব পায় ‘রেস থ্রি’।

‘রেস থ্রি’ সিনেমাতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে সালমানকে। এছাড়াও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, ডেইজি শাহ, অনিল কাপুর ও ববি দেওল।

উল্লেখ্য, বরাবরই বক্স অফিসের রাজা সালমান খান। মুক্তির কয়েক দিনের মধ্যেই তার সিনেমার আয় ১৫০ কোটি ছাড়িয়ে যায়। এরপর ৩০০ কোটির ক্লাবও অতিক্রম করে। যার প্রমাণ ‘টাইগার জিন্দা হ্যায়’।
সূত্র : ইন্ডিয়া টুডে

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি