ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সোনমের বিয়েতে করণ জোহরের রাজকীয় গিফট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ৫ মে ২০১৮

মাত্র কয়েকদিন পরই বিয়ের সানাই বাজতে চলেছে অনিল কাপুরের বাড়িতে৷  শনিবার সকাল থেকেই দেখা গিয়েছে অর্জুন কাপুর, বরুন ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গীত অনুষ্ঠানের প্র্যাকটিস৷ সবাই কি কি গিফট দিতে চলেছে তাও প্রায় ঠিক৷ তবে পরিচালক করণ জোহার তার প্রিয় বান্ধবীকে কি গিফট দিতে চলেছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা৷

বি-টাউনে করণ-সোনমের বন্ধুত্বের কাহিনী সবারই জানা৷ ফলে সোনমের বিয়েতে করণ যে স্পেশাল কোনো গিফটের ব্যবস্থা করবে তা তো বোঝাই যাচ্ছে৷

জুয়েলারী, শাড়ি এবং মিষ্টি নিয়ে একটি বড়সড় উপহার দিতে চলেছেন করণ৷ জুয়েলারী আবার যে সে নয়, ডায়মন্ডের সঙ্গে রূপো কম্বিনেশনে একটি আম্রপালি ঝুমকোর সেট দিতে চলেছেন৷ পাশাপাশি তিনি একটি ডিজাইনার কাঞ্জিভরম শাড়ি উপহার দিতে চলেছেন সুনমকে।

এত গেল শাড়ি, জুয়েলারী৷ এবার আসা যাক মিষ্টির কথায়৷ সোনম যে মোতিচূড়ের লাড্ডু ভালোবাসে সেটা তার ঘনিষ্ঠ মহলের সকলেই জানে৷ তাই দিল্লির একটি স্পেশাল দোকান থেকে আনা হচ্ছে মোতিচূড়ের লাড্ডু৷

স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে নিজের বন্ধুর বিয়েতে কোনো কার্পণ্য করতে চাননা করণ জোহর ৷

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি