ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানির তথ্যচিত্র থেকে বাদ ড্যানিয়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

সানি লিওন। যার অতীত নিয়ে আগ্রহের কমতি নেই। কেউ কেউ আবার তাঁর অতীত জীবন নিয়ে মনে খারাপ চিন্তা পোষণ করে রেখেছেন। কিন্তু আর না। এবার নিজেকে মেল ধরবেন সানি লিওন। তৈরি হচ্ছে সানির তথ্যচিত্র। যেখানে নিজে অভিনয় করছেন লিওনি। কিন্তু সানির এই সিনেমা থেকে বাদ পড়েছেন স্বামী ড্যানিয়েল। না চিত্রনাট্য থেকে বাদ পড়েননি তিনি। তবে সানির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে না তাঁকে।
আসলে ড্যানিয়েল এখন তাঁর নিজের কাজে ব্যস্ত। তাই সময় দিতে পারছেন না। কিন্তু শোনা যাচ্ছে, ড্যানিয়েলের চরিত্রে এখানে দেখা যাবে আফ্রিকান অভিনেতা মার্ক ব্রাকনারকে।
কানাডায় পর্নস্টার হিসাবে সানির উত্থান থেকে হিন্দি ফিল্মের দুনিয়ার পা রাখা পর্যন্ত সানির জীবনের বর্ণময় অভিজ্ঞতা তথ্যচিত্রে তুলে রাখছেন এক পরিচালক। দিলীপ মেহতা নামে এই পরিচালক পেশায় ছিলেন চিত্র সাংবাদিক। এখন তিনি পরিচালনাও করেন। সানির জীবনের খুঁটিনাটি ক্যামেরাবন্দি করে রাখা তাঁরই ভাবনাপ্রসূত।
নার্স হওয়ার জন্য যখন পড়াশোনা করছিলেন সানি, তখন এক ডান্সার বন্ধুর মাধ্যমে আলাপ হয় এক ম্যাগাজিনের ফটোগ্রাফারের সঙ্গে। সেখান থেকেই খোলে পর্ন ইন্ডাস্ট্রির দরজা। রাতারাতি বদলে যায় তাঁর জীবন। আবার সে ইন্ডাস্ট্রির শীর্ষে থাকতে থাকতেই চলে আসেন বিগ বসের আসরে। সেখান থেকে একটার পর একটা বলিউডি সিনেমাতে অভিনয় করে চলেছেন। সানি নিজেও জীবনের এই যাত্রাপথ তুলে রাখতে চান। কারণ বলিউডের একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাঁর অতীত নিয়ে কৌতূহলের শেষ নেই। অনেকেই ভাবেন, তিনি বোধহয় পর্নস্টারই হতে চেয়েছিলেন। সেই ভুল ধারণা কাটাতেই এই তথ্যচিত্র সানির কাছে জরুরি মনে হয়েছে। পর্নস্টার হলেও তাঁর জীবনেও যে ভাঙাগড়া আছে, সংগ্রাম আছে তাইই সকলকে এই তথ্যচিত্রের মাধ্যমে জানাতে চান সানি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি