ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

(ট্রেলার ভিডিও)

চমক নিয়ে এলো মাধুরীর ‘বাকেট লিস্ট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ৬ মে ২০১৮

চমক নিয়ে আসছেন মাধুরী দিক্ষিত। তার অভিনিত নতুন মারাঠি সিনেমা ‘বাকেট লিস্ট’ আসেছে চলতি মাসেই। তবে তার আগে মাত্র কয়েক মিনিটের ট্রেলার প্রকাশ পেয়েছে।

‘বাকেট লিস্ট’ সাধারণ জীবনের অসাধারণ গল্প। মজার বিষয় হচ্ছে ‘হাম আপকে হ্যয় কৌন’ সিনেমার পুজা অর্থাৎ অভিনেত্রী রেনুকা সাহানের সঙ্গে বহু বছর পর একই সিনেমাতে দেখা যাবে মাধুরীকে। সেদিক দিয়ে ভক্তদের নস্ট্যালজিয়াকে হিট করেছে মাধুরী-রেনুকার স্ক্রিন শেয়ারিং। তাছাড়াও সিনেমার চিত্রনাট্যের যতটুকু স্বাদ পাওয়া গেছে তাতেই বুঁদ দর্শকমহল।

সিনেমার গল্প শুরু হয় এক হাউজওয়াইফ মধুরা সানেকে দিয়ে। যাঁর গোটা দুনিয়াটা ঘিরে রয়েছে তাঁর ছোট পরিবার। ঘটনাচক্রে হার্ট ট্রান্সপ্লান্ট করতে হয় তাঁর। ‘সাই’ নামের একটি ইয়ং মেয়ের হার্ট পান মধুরা। মেয়েটির ব্যাপারে জানতে পেরেই দেখা করতে যায় সাইয়ের পরিবারের সঙ্গে। সেখানে সাইয়ের রুমে মাধুরী খুঁজে পান একটি ডায়েরি।

যেখানে নিজের ‘বাকেট লিস্ট’ অর্থাৎ ইচ্ছার ব্যাপারে লিখে রাখত সাই। মৃত্যুর আগে সে যা যা করতে চায় সবই লেখা ছিল সেই ডায়েরিতে। ডায়েরিটা হাতে পেতেই বদলাতে থাকে মাধুরীর চিন্তাভাবনা, দৃষ্টিকোণ। পরিবারের দৈনন্দিন জীবনের বেড়াজাল থেকে বেরিয়ে আসার সাহস পায় সাইয়ের বাকেট লিস্ট পড়ে। সাই আর পৃথিবীতে নেই ঠিকই কিন্তু তাঁর প্রতিটি ইচ্ছাপূরণের দায়িত্ব নেন মধুরী।

বাইক চালানো থেকে শুরু করে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সেলফি। এই বাকেট লিস্ট পূরণ করার প্রতিজ্ঞা নেন মিসেস সানে। পরিবারের সঙ্গে মনমালিন্যতা তৈরি হলেও এগিয়ে যান তিনি। এভাবেই বিভিন্ন মোড়কে মোড়া ‘বাকেট লিস্ট’৷

সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ মে। মধুরার চরিত্রে মাধুরী দিক্ষিতের অসামান্য অভিনয় দর্শকদের আবারও নতুন করে ভাবনার মধ্যে ফেলে দিয়েছে। সিনেমাটিতে অন্যান্য চরিত্রে থাকছেন সুমিত রাঘাবন, বন্দনা গুপ্তে।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি