ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

পিজ্জা দিয়ে বক্ষ ঢেকে বিতর্কে নায়িকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ৬ মে ২০১৮

দীর্ঘদিন ধরে রান্নার একটি শো হোস্ট করেন ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী তথা সুপারমডেল পদ্মালক্ষ্মী। এবার তিনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন কিছু সাহসী ছবি। যেহেতু রান্নার শো হোস্ট করেন, তাই খাবার জিনিসেই দেশ ঢাকলেন তিনি। দু’টুকরো পিজ্জায় ঢাকলেন দুই নগ্ন বক্ষ।
ছবিতে দেখা যাচ্ছে, ওই সুপারমডেল শুয়ে আছেন বাথটাবে। পিজ্জার স্লাইসে ঢাকা শরীর। বছর ৪৭-এর এই মডেল ক্যাপশনে লিখেছেন “Cheers to the freakin’ weekend #TGIF #tubpizza #mood: @anthonyrjackson.”
তাঁর হাতেও রয়েছে পিজ্জার স্লাইস। তাতে কামড় দিচ্ছেন তিনি।
বিখ্যাত লেখক সালমান রুশদিকে বিয়ে করেছিলেন পদ্মালক্ষী। ২০০৭-এ তাঁদের ডিভোর্স হয়ে যায়। পরে আরও দু’জনের সঙ্গে তাঁর ডেটিং করার খবর শোনা গিয়েছিল। তাঁর এক মেয়ে রয়েছে। সিঙ্গল মাদার হিসেবেই মেয়েকে বড় করে তুলছেন তিনি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি