ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

এক নাটকে দশ চরিত্রে মোশাররফ করিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ৬ মে ২০১৮

মোশাররফ করিম মানেই অন্য কিছু। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজের দক্ষ অভিনয় দিয়ে ইতিমধ্যেই মাত করেছেন দর্শকদের। বর্তমানে দেশের শীর্ষ টেলি তারকা তিনিই। তার নাটক মানেই হাস্য রসে ভরপুর। সেই ধারাবাহিকতায় এবার তিনি আবারও চমক নিয়ে আসছেন। এক নাটকে একাই ১০টি চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় এই অভিনেতা।

নাটকটিতে মোশাররফ করিমকে কখনো স্টেশনমাস্টার, বাসার দারোয়ান, পুলিশ অফিসার, প্রেমিকসহ নানা ধরনের চরিত্রে দেখা যাবে। তবে নাটকের প্রধান চরিত্র কবি জীবনানন্দ দাশের ছায়া অবলম্বনে পর্দায় তুলে এনেছেন পরিচালক। এই জীবনানন্দের সঙ্গে দেখা হবে বনলতা সেনের। যে চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। ‘জীবন বাবুর চিঠি’ শিরোনামে এই নাটক পরিচালনা করেছেন জাহিদুর রহমান।

নাটকটি নিয়ে পরিচালক বললেন, ‘প্রথম দিকে নাটকটিতে মোশাররফ করিমের চরিত্র ছিল ১৬টি। কিন্তু শুটিংয়ের আগে আমি আর নাটকটির রচয়িতা মাসুম শাহরিয়ার মিলে সেটা কমিয়ে ১০-এ নিয়ে এসেছি। ভালোভাবেই শুটিং শেষ করেছি।’

নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘জীবনানন্দ দাশ বেশ কিছু চিঠি নিয়ে রওনা হয়েছেন। যে চিঠিগুলো তিনি এই সময়ের প্রেমিকদের কাছে পৌঁছে দেবেন। যে প্রেমিকদের সঙ্গে তাঁর দেখা হয়, সেই প্রেমিকদের চরিত্রেও দেখা যাবে মোশাররফ করিমকে। এই যাত্রা নিয়েই গল্প।’

এতগুলো চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বললেন, ‘চিত্রনাট্যটা পড়ে আগেই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। বড় ব্যাপার হলো, চরিত্রটা ঠিকঠাক বুঝলে এবং চরিত্রের ভেতরে ঢুকতে পারলে খুব বেশি অসুবিধা হয় না। এই নাটকের বেলাতেও হয়নি।’

নাটকটি আসছে ঈদে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি