ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাকিব-বুবলীর ‘প্রিয়তমা’র শুটিং শুরু অক্টোবরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

শাকিব খানের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘প্রিয়তমা’। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে এ সিনেমা নির্মাণ করা হবে। যাতে তার বিপরিতে অভিনয় করবেন চিত্রনায়িকা বুবলী। এবার সেই সিনেমার শুটিং শুরুর তারিখ ও মুক্তির দিন ধার্য করা হয়েছে।

শাকিব খান বলেন, ‘সিনেমার গল্প ও চিত্রনাট্য প্রস্তুত হয়ে গেছে। শুটিং এর স্থানও নির্বাচিত হয়ে গেছে। আশা করছি পহেলা অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারব।’

তিনি জানান, দেশ ও দেশের বাইরের কলাকুশলীদের সমন্বয়ে একটি টিমের মাধ্যমে কাজ শুরু হবে। সব ধরণের উন্নত কারিগরি ব্যবস্থাপনায় তৈরি হবে সিনেমাটি। বাজেটও থাকছে বেশ বড় অঙ্কের।

শাকিব বলেন, ‘আমি এই সিনেমার জন্য খরচ ধরে রেখেছি চার কোটি টাকা।’

তবে বর্তমান সময়ে এত বড় বাজেট নিয়ে সিনেমা নির্মাণ করে লোকশানের ঝুঁকি থাকতে পারে। সেই ঝুঁকি এড়াতে নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে বলে জানান শাকিব।

শকিব বলেন, ‘একটি নির্দিষ্ট পরিকল্পনা করে, সঠিক পথে কাজ করলে ঝুঁকির কোন সুযোগ নেই। এ করণে আগেই আমরা সিনেমাটির শুটিং ও মুক্তির দিন ধার্য করে নিয়েছি।’

সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানান, ‘প্রিয়তমা সিনেমার শুটিং হবে ঢাকা, চট্টগ্রামের মহেশখালী, কক্সবাজার এবং ভারতের রামুজি ফিল্ম সিটি ও লাদাখে। এটি প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘হিরো-দ্য সুপারষ্টার’ ২০১৪ সালে মুক্তি পায়।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি