ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রীতি জিনতার ভিডিও ভাইরাল! (ভিডিও)   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ৬ মে ২০১৮ | আপডেট: ২১:২৫, ৬ মে ২০১৮

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতার একটি ভিডিও ভাইরাল হেয়েছে। নিজ দলের ম্যাচ থাকলে প্রীতি সব সময়ই গ্যালারিতে হাজির থাকেন। হাততালি দিয়ে, নেচে গেয়ে খেলোয়াড়দের উজ্জীবিত রাখার চেষ্টা করেন।

রোববার রাত আটটায় রয়েছে প্রীতির দলের খেলা। কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়্যালস-এর মারকাটারি ম্যাচ। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে জিতলে প্লে অফে ওঠার দৌঁড়ে অনেকটাই এগিয়ে যাবে কিংসরা। আট ম্যাচে পাঁচটি ম্যাচ জিতে প্রীতি জিনতার দল প্লে অফে ওঠার অন্যতম প্রধান দাবিদার।   

দলের মঙ্গল কামনায় চুপিচুপি হাজির হয়ে গেলেন ইনদৌরের খাজরানা গণেশ মন্দিরে পুজো দিতে। চেয়েছিলেন সবাইকে ফাঁকি দিয়ে একটু দেবতার আরাধ্য করবেন। সে জন্য স্কার্ফে মুখও ঢেকে রেখে ছিলেন। সঙ্গে ছিলেন কালো পোশাক পরা তার এক বডিগার্ড। কিন্তু ঠাসা ভিড়ে প্রীতির পরিচয় আর গোপন থাকেনি।  

পরিচয় জানতে পেরে অনেকেই তার সঙ্গে সেলফি তুলতে আবদার শুরু করে। অনেকে ভিডিও করার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় প্রীতি সাফ জানিয়ে দেন কোনো অবস্থাতেই ভিডিও করা যাবে না।

এত নিষেধের পরও বেশ কয়েকজন তার সঙ্গে ছবি তোলেন। সিসিটিভির ফুটেজেও প্রীতির মন্দির দর্শনের ভিডিও রেকর্ড হয়। সেই ফুটেজ আবার পুরোহিত অশোক ভাটের ফেসবুক পেজে শেয়ার করা হয়। সঙ্গে সঙ্গে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। 

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি