ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টুইটারকে অমিতাভের অনুরোধ   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২০, ৬ মে ২০১৮ | আপডেট: ২২:৫৯, ৬ মে ২০১৮

বলিউডের এভারগ্রিন সুপারস্টার অমিতাভ বচ্চন। এখনো দূর্দান্ত অভিনয় করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ার প্রতি রয়েছে তার ভীষণ আসক্তি। টুইটারে তিনি নিয়মিতই কিছু না কিছু আপলোড করে থাকেন। তার ফলোয়ার সংখ্যাও কম নয়। প্রায় ৩৪.৩ মিলিয়ন মানুষ তাকে ফলো করছেন৷ যদিও এই সংখ্যাতে তিনি মোটেও খুশি নন৷

জানা গেছে, টুইটারের ওপর বেশ অভিমান হয়েছে অমিতাভের। দীর্ঘদিন ধরেই ফলোয়ার্স বাড়ার কোন লক্ষন না দেখতে পেরে অগত্যা কতৃপক্ষের উদ্দেশ্যে টুইট করে তিনি জানান, আরে! টুইটারজি৷ এবার তো আমার ফলোয়ার্সের সংখ্যা বাড়িয়ে দাও? কবে থেকে আমি টুইটারে অ্যাক্টিভ৷ সবসময়ই কিছু না কিছু পোস্ট করছি৷ আরও যদি কিছু অতিরিক্ত করতে হয় তো বলো?

স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে তিনি ফলোয়ার্সের সংখ্যা বাড়ানো নিয়ে বেশ মরিয়া৷ সম্প্রতি একটি সমীক্ষায় জানা গেছে, ভারতীয় সেলিব্রেটিদের মধ্যে টুইটারে সবথেকে বেশী ফলোয়ার্সের সংখ্যায় শীর্ষস্থানে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ তার ঠিক পরেই রয়েছে অমিতাভ বচ্চনের নাম৷ ফলে যার জন্য লাইনের শুরু হয়, সে যদি হঠাৎ করে পিছনে চলে আসে সেটা তো আর মেনে নেওয়া যায় না৷ তাই এই আবেদন৷ এখন দেখা যাক টুইটার এ নিয়ে কি করে।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি