ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কানের লাল গালিচায় হাঁটবেন মাহিরা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ৬ মে ২০১৮ | আপডেট: ০০:১০, ৭ মে ২০১৮

পাকিস্তানের মডেল অভিনেত্রী মাহিরা খান প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় হাঁটবেন। বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাকে দেখা যাবে একই গালিচায় হাঁটতে। মাহিরার মতো বলিউডের আরেক অভিনেত্রী কঙ্কনা রানাউতও প্রথমবারের মতো এবার কানের লাল গালিচায় হাঁটবেন।  

মিড ডে তথ্য মতে, বিখ্যাত সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠান `লরিয়াল প্যারিসে`র শুভেচ্ছাদূত হিসেবে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন মাহিরা। পাকিস্তানের তারকা হলেও মাহিরা এরই মধ্যে বলিউডে বেশ জনপ্রিয়তা পেয়েছেন শাহরুখ খানের সঙ্গে `রইস` সিনেমায় অভিনয় করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ভিন্নভাবে নিজের কান উৎসবে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মাহিরা। ইনস্টাগ্রামে হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের একটি ছবি শেয়ার করে তাতে ক্যাপশনে লিখেছেন, `চলো আমরাও করি। কান উৎসব ২০১৮। ১৯৭৭ সালে কান চলচ্চিত্র উৎসবে ছবিটি তুলেছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার।`

কান চলচ্চিত্র উৎসব চলবে ৮ থেকে ১৯ মে পযর্ন্ত। দীপিকা, সোনম, ঐশ্বরিয়া, কঙ্কনা, মাহিরা- সবাই কান উৎসবে যোগ দিচ্ছেন লরিয়াল প্যারিসে`র শুভেচ্ছাদূত হিসেবে।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি